শিশু পর্নোগ্রাফি নিয়ে বিতর্কের অবসান এখনও হয়নি। তারই মাঝে নতুন বিতর্কে অনলাইন প্লাটফর্ম ‛নেটফ্লিক্স’। ‛সিরিয়াস মেন’ ছবিতে ব্রাহ্মণদের নোংরা ভাষায় আক্রমণ করার পাশাপাশি ব্রাহ্মণ বিরোধী অপপ্রচার চালানো হয়েছে, এমনটাই অভিযোগ নেটিজেনদের। ফলে দর্শক এবং সাবস্ক্রাইবার হারাতে পারে নেটফ্লিক্স। প্রসঙ্গত সুধীর মিশ্র পরিচালিত ‛সিরিয়াস মেন’ ছবিটির মুক্তি ২রা অক্টোবর হওয়ার কথা।
কয়েকদিন আগেই রিলিজ হয়েছে ‛সিরিয়াস মেন’ ছবির ট্রেলার। আর সেই ট্রেলার দেখার পর বেজায় চটেছেন নেটিজেনরা। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী। এক দৃশ্যে ব্রাহ্মণদের বর্ণনা করা হয়েছে, “Reservations are bad. Let us treat Brahmins like animals for 5000 years and in the end, give them 15% reservation.” অর্থাৎ ব্রাহ্মণদের সঙ্গে পশুর মত ব্যবহার করতে হবে ৫০০০ হাজার বছর ধরে। তারপর তাদের ১৫% সংরক্ষণ দেওয়া হোক। এছাড়া, হিন্দুদের ধর্মীয় এবং ঐতিহ্যবাহী ভাষা সংস্কৃত ভাষাকে নিয়েও নোংরা মন্তব্য করা হয়েছে। বলা হচ্ছে যে, The fact about Sanskrit being the ideal language for operating system is a myth propagated by right-wing Brahmins”। অর্থাৎ সংস্কৃত ভাষা নিয়ে মিথ্যে হাইপ তৈরি করা হয়েছে যে এটি অপারেটিং সিস্টেমের জন্য উপযোগী ভাষা এবং এই প্রচার চালিয়েছে কিছু ডানপন্থী ব্রাহ্মণ।
আর এই হিন্দু বিরোধী এবং ব্রাহ্মণ বিরোধী ছবির বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। অনেকেই ছবির পরিচালক সুধীর মিশ্রকে কাঠগড়ায় তুলেছেন। অনেকেই ইতিমধ্যে নেটফ্লিক্সকে বয়কট করার ডাক দিয়েছেন। তবে এত বিতর্কের মধ্যেও কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি নেটফ্লিক্সের তরফে।