প্রয়াত হলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত (Sharbari Dutta)। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ, ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে অন্যান্যদের শেষবারের মতো দেখা হয়েছিল। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না বলেও পরিবারের সদস্যরা জানিয়েছে। জানা গিয়েছে, তাঁর তেমন কোনও অসুস্থতা ছিল না। শৌচাগারে পড়ে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি, এমনটাই মনে করা হচ্ছে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
চিকিৎসক জানিয়েছেন,বাথরুমে তার দেহের পাশে রক্ত পড়ে ছিল। কানের পাশেও একটি ক্ষতচিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসক। তবে দেহ কতক্ষণ সেখানে পড়ে ছিল তা জানা যায়নি। নয়ের দশকের মাঝামাঝি সময়ে ফ্যাশন দুনিয়ায় অন্য ধারা নিয়ে কাজ শুরু করেন শর্বরী। ভারতে তখন পুরুষদের ফ্যাশন নিয়ে সে ভাবে কোনও কাজই হতো না। ঠিক সেই জায়গাটাতেই অভিনব ভাবনা নিয়ে আসেন শর্বরী। টলিউডের অভিনেতাদের পছন্দের ফ্যাশন ডিজাইনার ছিলেন শর্বরী দত্ত। তাঁর মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।