“রাজ্যে ব্লাক লিস্ট পুলিস অফিসারদের হাত দিয়েই নির্বাচণ করার চেষ্টা করছে রাজ্য সরকার” আজ কেন্দ্রীয় নির্বাচণ কমিশনার এর সাথে দেখা করে এই অভিযোগ করলেন বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায়।
মুকুল রায় অভিযোগ করেন, যে সমস্ত পুলিশ আধিকারিকদের নির্বাচণ কমিশন বদলি করছে। তাদের ব্যাক ডোর দিয়ে রাজ্য সরকার তাদের সেই জায়গায় পোষ্টিং করছে। যে জেলার পুলিশ সুপার পদে ছিলও। তাকে এসপিসি সিআইডি করা হল। যে সমস্ত পুলিশ অফিসার কে সুপ্রিমকোটে হাজিরা দিতে হয়। সেই সমস্ত পুলিশ অফিসার রাজ্য সরকারের কাছ ব্লু-আই বয়। যে যে থানার OC কাল বিজেপির বাইক র্যালি আটকেছে তাদের বদলির করার দাবী জানিয়েছি নির্বাচণ কমিশন কে।
আজ আমরা নির্বাচণ কমিশনার কে পরিস্কার ভাষায় বলেছি, আমাদের রাজ্যের নির্বাচণ টা পিছিয়ে দেওয়া হক। আগে অন্য রাজ্যে নির্বাচণ করা হলে তারপর পশ্চিমবঙ্গে নির্বাচণ করা হক। রাজ্যে এই প্রশাসনিক ব্যবস্থা কে কায়েম করে কোনও ভাবেই রাজ্যে নির্বাচণ সম্ভব নয়। কারণ রাজ্যে নির্বাচণ করার মত কোনও পরিস্থিতি নেই। আগে নির্বাচণ কমিশন কে প্রতিশ্রুতি দিতে হবে। বাংলা মানুষের ভোটাধিকার যাতে ঠিক ভাবে প্রয়োগ করতে না পারে। তার জন্য সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। নির্বাচণ কমিশন কে দায়িত্ব নিতে হবে বাংলার প্রশাসন কাজ করবে না।
দেশ জুড়ে বিজেপি বিজয় সংকল্প বাইক র্যালি কর্মসূচি নিয়ে ছিলও। কাল সারা বাংলা জুরে বিজেপির বাইক মিছিলে পুলিশ বাধা দিয়েছে। সেই বাইক র্যালি ভেঙে দেওয়া হল। বিজেপির কর্মী সমর্থদের গ্রেপ্তার করা হয়েছে। সারা বাংলা জুড়ে একটা অসহনীয় অবস্থা তৈরি করা হল। জাতীয় পতাকা নিয়ে বিজেপি মিছিল করলেও তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। এই বিষয়ে আজ আমরা নির্বাচণ কমিশন কে অভিযোগ জানিয়েছি।