ইস্টারের দিনে হওয়া সিরিয়াল ব্লাস্টের পর শ্রীলঙ্কায় বোরখা অথবা মুখ ঢাকার যেকোন পোষাকেই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আর এরপর থেকে ভারতেও বোরখা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। বুধবার বিজেপির শরিক দল শিবসেনা শ্রীলঙ্কার মত ভারতেও বোরখা নিষিদ্ধ করার দাবি তুলেছে।
আর এরই মধ্যে বৃহস্পতিবার কেরল রাজ্যের একটি কলেজে বোরখা নিষিদ্ধ করা হয়েছে। কেরলের মল্লাপুরমে মুসলিম এডুকেশন সোসাইটি কলেজ ক্যাম্পাসে মেয়েদের বোরখা পড়া আর মুখ ঢাকা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। আর তাঁর সাথে কলেজের ছাত্রীদের বলে দেওয়া হয়েছে, তাঁরা যেন বোরখা পড়ে কলেজে না আসে।
এর আগে শিবসেনা তাঁদের মুখপত্র ‘সামনা” তে লিখেছিল, মুখ ঢাকা অথবা বোরখা পড়া দেশের সুরক্ষার জন্য বড় বিপদজনক হতে পারে। বোরখার কারণে সুরক্ষা কর্মীরা মানুষের পরিচয় জানতে পারেনা। আর এই সুযোগে অনেক জঙ্গিরাই তাঁদের কার্জসিদ্ধি করে ফেলে।
শিবসেনা ‘সামনা” তে লিখেছিল, ‘রাবণের লঙ্কাতে তো বোরখা নিষিদ্ধ হল, এবার রামের অযোধ্যাতে কবে নিষিদ্ধ হবে বোরখা?” বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অযোধ্যা সফরের আগে শিবসেনা এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল তাঁদের সহযোগী বিজেপির দিকে।
যদিও শিবসেনার এই দাবি এনডিএ-এর আরেক সহযোগী দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এর নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাবলে উড়িয়ে দেন। তিনি বলেন, মুখ ঢাকা নিয়ে এরকম কোন নিষেধাজ্ঞা জারি করা উচিৎ নয়, কারণ এটি ইসলাম ধর্মের একটি অংশ।