এন আই এর জালে পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী শাকির

জাতীয় তদন্ত (National Investigation) সংস্থা এনআইএর (NI) উল্লেখযোগ্য সাফল্য এল শুক্রবার। পুলওয়ামা (Pulwama) হামলা মামলায় অভিযুক্ত শাকির বশির মাগরে (Shakir Bashir Magar) গ্রেফতার। শাকির জঈশ-ই-মহম্মদের (Josh-e-Mohammed) একজন আন্ডারগ্রাউন্ড কর্মী। অভিযোগ পুলওয়ামার (Pulwama) আক্রমণাত্মক হামলাকারী আদিল আহমেদ (Adil Ahmed) দারকে আশ্রয় ও মহম্মদ ওমর ফারুককেও তার বাড়িতে আশ্রয় দেয় শাকির। ২০১৮ সালের শেষ থেকে ফেব্রুয়ারী ২০১৯ সালে পুলওয়ামার আক্রমণ হওয়া পর্যন্ত সন্ত্রাসীদের লালন-পালন করেছিল ।

উভয়কেই আইইডি তৈরি করতেও সহায়তা করে সে। শাকিরকে ১৫ দিনের জন্য এনআইএ (NI) হেফাজতে পাঠানো হয়েছে। এরই মাঝে খবর রটে যায় যে বিশেষ আদালত ওই সন্ত্রাসবাদীকে জামিন দেয়। জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) বৃহস্পতিবার এই সংবাদ অস্বীকার করে। এর সঙ্গে এনআইএ বলে যে তাঁরা পুলওয়ামা হামলা মামলার সূত্র সন্ধানে যে সব গুরুত্বপূর্ণ সূত্র তারা পেয়েছেন তাতে শিগগিরই একটি বড় সাফল্য লাভ হবে বলে আশাবাদী। পুলওয়ামায় হামলায় সিআরপিএফের ৪০ জন সদস্য শহীদ হয়েছিল। এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে যে ইউসুফ চোপান নামে এক ব্যক্তি যে জামিনে মুক্ত ।

যদিও তাকে সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের অন্য মামলায় গ্রেফতার করা হয় ১৯এর ফেব্রুয়ারিত এনআইএর (NI) এক মুখপাত্র জানিয়েছেন, দিল্লি (Delhi) –এনসিআরসহ (NCR) ভারতের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী হামলা চালানোর ষড়যন্ত্র সম্পর্কিত একটি মামলায় জঈশ-ই-মহম্মদের (Josh-e-Mohammed) সিনিয়র কমান্ডারদের টোপ দিয়ে চোপানকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.