আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হলে নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেন, এবার হাতে উঠল ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার!

নিজের কর্ম জীবনে একাধিক আন্তর্জাতিক সম্মান পেয়েছেন তিনি। পেয়েছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার‌ও। এবার ফের একবার বিশ্ব দরবারে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হলেন অমর্ত্য সেন (Amartya Sen)। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার (Peace Prize) পেলেন বাংলার এই বিখ্যাত অর্থনীতিবিদ তথা নোবেলজয়ী। বাঙালি তো বটেই ভারতীয় হিসেবেও এই সম্মান প্রথমবারের মতো দেশে এলো।

দেশে এবং বিদেশে বহুদিন যাবৎ‌ই বিভিন্ন বিষয়ে সরব হতে দেখা গিয়েছে অমর্ত্য সেনকে। দেশের চলা শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের ক্ষেত্রেও বহুবার গলা ফাটাতে দেখা গিয়েছে এই নোবেলজয়ীকে। আর এই ব‌্যক্তিত্বের সমস্ত কর্মকাণ্ড বিচার করেই ্ফ্রাঙ্কফুর্টের বিচারকমণ্ডলী এবারে ঐতিহ্যবাহী শান্তি পুরস্কারের জন্য ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদ তথা দার্শনিক তথা নোবেলজয়ী অমর্ত্য সেনের কথা ভাবেন

করোনা আবহে বিশ্ব জুড়ে এখন বেশিরভাগ অনুষ্ঠান‌ই আয়োজিত হয় ভার্চুয়ালি। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলাতেও তার অন্যথা হল না। এবারের বইমেলার পুরোটাই হচ্ছে ভার্চুয়ালি। অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাবড় তাবড় লেখকরা তাঁদের লেখা নিয়ে এই বইমেলায় অংশ নিয়েছেন। রবিবার সকালে জার্মানির পাউন গির্জায় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতেই শান্তি পুরস্কারে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম ঘোষণা করা হয়। যদিও এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অমর্ত্য সেন। তবুও তাঁর গুণমুগ্ধ ভক্তরা তাঁর এই কৃতিত্বের জন্য গর্ব অনুভব করছে। এই গর্ব আসলে শুধুমাত্র অমর্ত্য সেনের নয়, গোটা বাংলার, বাঙালির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.