পৃথিবীতে ভেঙে পড়ল চিনা রকেট? ভারতের আকাশে দেখা গেল রহস্যময় আলোর ছটা: ভিডিয়ো

উল্কাপাত নাকি পৃথিবীতে চিনা রকেটের প্রবেশ? শনিবার নাগপুর-সহ মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে একাংশে সন্ধ্যার আকাশের বুক চিরে আলোর জ্বলন্ত ধারা এগিয়ে চলার দৃশ্য দেখা যাওয়ার পর শুরু হয়েছে এমনই আলোচনা। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছে।

মহারাষ্ট্রের বুলধানার এক বাসিন্দাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে আকাশে রহস্যময় আলোর ছটা দেখতে পেয়েছেন অনেকেই। নাগপুরের মণীশ নগরের বাসিন্দা শশাঙ্ক গাত্তেওয়ার সেই ঘটনার ভিডিয়ো করেন। তিনি জানান, শনিবার সন্ধ্যায় আচমকাই আকাশে রহস্যময় আলোর ছটা দেখতে পান। মহাকাশ থেকে পৃথিবীর দিকে যেন আলোর জ্বলন্ত ধারা এগিয়ে আসছিল। অপর এক ব্যক্তি দাবি করেন, প্রায় আড়াই মিনিট ধরে সেই ঘটনার সাক্ষী থেকেছেন। তারপর তা ঔরঙ্গাবাদের দিকে এগিয়ে যায়।জনপ্রিয় খবর

উল্কাপাত নাকি পৃথিবীতে চিনা রকেটের প্রবেশ?

অনেকের দাবি, আদতে উল্কাপাত হচ্ছিল। সেই কারণেই আলোর ছটা দেখা গিয়েছে। যদিও কারও কারও দাবি, মোটেও উল্কাপাত হয়নি। বরং মহাকাশ থেকে পৃথিবীতে পুনরায় প্রবেশ করেছে একটি চিনা রকেট। জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডোয়েল জানান, গত বছরের ফেব্রুয়ারিতে যে চিনা রকেট উৎক্ষেপণ করা হয়েছিল, তা আবার পৃথিবীতে প্রবেশ করেছে। তিনি দাবি করেন, চ্যাং ঝেং ৩বি (সিরিয়াল নম্বর ওয়াই৭৭) রকেট পুনরায় পৃথিবীতে প্রবেশ করার দৃশ্যই মহারাষ্ট্রের একাংশে ধরা পড়েছে।

একইসুরে নাগপুরে ‘স্কাইওয়াচ’ গ্রুপের সভাপতি সুরেশ চোপাডে জানান, গত ২৫ বছর ধরে মহাকাশ সংক্রান্ত ঘটনার পর্যবেক্ষণ করছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা কোনও উপগ্রহ বা স্যাটেলাইট সংক্রান্ত বিষয়। তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে, দুর্ঘটনার কারণে কোনও দেশের স্যাটেলাইট (ভেঙে) পড়ছে বা ইচ্ছা করেই সেই স্যাটেলাইট ফেলে দেওয়া হচ্ছে।’ তাঁর মতে, মহারাষ্ট্রের আকাশে যে আলোর ছটা দেখা গিয়েছে, তা দেখে উল্কাপাত বলে মনে হচ্ছে না। রং দেখে মনে হচ্ছিল যে আলোর ছটার মধ্যে ধাতব কোনও বস্তু আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.