অতিমারিতে পড়াশোনার কী হাল! অঙ্ক দূরের কথা, অক্ষরই চিনতে পারছে না: ASER Report

প্রায় দু বছর ধরে স্কুলের দরজা বন্ধ ছিল। পড়াশোনাও কার্যত শিকেয় ওঠে অতিমারি পরিস্থিতিতে। আর ছাত্রছাত্রীদের পড়াশোনা কোন অবস্থায় রয়েছে তা নিয়েই সমীক্ষা চালানো হয়েছিল। আর সেই সমীক্ষা রিপোর্টে একেবারে হতাশাজনক চিত্র। The Annual Status of Education Report (ASER) West Bengal 2021′ বুধবার প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তৃতীয় শ্রেণির ৩০ শতাংশেরও কম ছাত্রছাত্রী দ্বিতীয় শ্রেণির বই পড়তে পারছে। পঞ্চম শ্রেণির ৫০ শতাংশেরও কম সংখ্যক পড়ুয়া ক্লাস ২ এর পড়া পড়তে পারছে। অষ্টম শ্রেণির ৭০ শতাংশ পড়ুয়া ক্লাস-২ এর পড়া পড়তে পারছে। 

প্রথম ফাউন্ডেশন ও লিভার ফাউন্ডেশন যৌথভাবে এই সমীক্ষা চালিয়েছে। প্রথম ফাউন্ডেশনের সিইও রুক্মিনী বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২০ সালে করোনার জেরে ফিল্ড সার্ভে করা যায়নি। ২০২১ সালে পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও ছত্তিশগড়ে এই সমীক্ষা হয়েছিল। এদিকে গত ডিসেম্বর মাসে ১১,১৮৯জন পড়ুয়ার মধ্যে এই সমীক্ষা হয়। সমীক্ষায় দেখা যাচ্ছে ২০১৪ ও ২০১৮ সালে প্রথম শ্রেণির অন্তত ৭০ শতাংশের বেশি পড়ুয়া অক্ষর চিনতে পারত। বর্তমানে কেবলমাত্র ৬৬ শতাংশ তা পারছে। দ্বিতীয় শ্রেণির ৫৩ শতাংশ পড়ুয়া পড়তে পারছে। ২০১৮ সালে ওই ক্লাসের ৬৬ শতাংশ ছাত্রছাত্রী পড়তে পারত।

এবার অঙ্কের কথায় আসা যাক। তৃতীয় শ্রেণির মাত্র ৩০ শতাংশ ছাত্রছাত্রী দুই সংখ্যার বিয়োগ পারছে। কিন্তু ক্লাস ২তেই বিয়োগ শেখার কথা। অষ্টম শ্রেণির ৫০ শতাংশ পড়ুয়া বিয়োগ পারছেনা। ৬০ শতাংশ ভাগ করতে পারছে না। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, এটা প্রকৃত বাস্তবকে তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.