WB Weather Update: দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা, বইতে পারে লু; সপ্তাহান্তে মিলবে ভালো খবর

 এপ্রিলের শুরুকেও শুরু হয়েছে ভ্যাপসা গরম। কখনও কখনও হাওয়া দিয়ে পরিস্থিতি সামান্য সহনীয় করলেও বাকী সময়টা ফের গরম। দিল্লির মৌসম ভবন বলেছে এবার গরমে হবে তীব্র দাবদাহ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আজ থেকে হিট-ওয়েভ বইতে পারে পশ্চিমের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। শনিবার ফের ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে।

একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে অরুণাচল পর্যন্ত তৈর হয়েছে একটি অক্ষরেখা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। ঝঞ্ঝা আসবে শুক্রবারে। তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত রয়েছে অন্য একটি অক্ষরেখা যা কর্ণাটকের ওপর দিয়ে গেছে।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রিতে চলে যেতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বেশ কয়েকটি জেলায়। আজ বুধবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এর কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কাল বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। শুক্রবারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বেশ কিছু এলাকায় লু বইবার সম্ভাবনা।

শনিবারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা।একইসঙ্গে তাপপ্রবাহ চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং বিকেল ও সন্ধ্যায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ছয় জেলায়। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
 
উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে শনিবার। সঙ্গে ঝড় থাকবে। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে।

কলকাতায় চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে।  গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দিনের তাপমাত্রা বাড়বে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০ থেকে ৯১ শতাংশ।

তাপপ্রবাহের সতর্কবার্তা এবং লু এর জন্য আবহাওয়া দপ্তরের পরামর্শ

*বেশিক্ষণ একটানা রোদে থাকা নয়।

*হালকা রঙের এবং হালকা সুতির বস্ত্র পরিধান করা।

*মাথা ঢেকে রাখা কোন বস্ত্র দিয়ে এবং অথবা ছাতা ব্যবহার করা।

*পর্যাপ্ত জল পান করা।

*ওআরএস এবং লেবু জল বেশি করে খাওয়ার পরামর্শ।

*সরাসরি রোদে শ্রমিকদের কাজ না করার পরামর্শ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.