রাজ্যে প্রথম দফা ভোট শান্তিপূর্ণ, সাংবাদিক বৈঠকে জানালেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক

ভোট পর্বে দুর্ঘটনা

যে বিক্ষিপ্ত দুর্ঘটনাগুলি ঘটেছে, তার মধ্যে একটি কোচবিহারে। কোতোয়ালি এবং রাজপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। 

মাথাভাঙায় এক প্রিসাইডিং অফিসারকে সরাতে বাধ্য হয় কমিশন। কারণ তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। 

এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। ভোটের আগের রাতে তিনি স্নানঘরে পড়ে গিয়েছিলেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সেখানে আঘাত লেগেই মৃত্যু হয়েছে তাঁর। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে পুরোপুরি বোঝা যাবে। 

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৯:০১ key status

কোথায় কোথায় উদ্ধার হল বোমা?

মোট ১০টি বোমা উদ্ধার হয়েছে। সবগুলো ক্রুড বোমা। তবে কোথায় কোনও বোমা ফাটানো হয়নি। রাস্তার ধারে বোমা ছিল। সব বোমা উদ্ধার করে সব বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশ। সব বোমা উদ্ধার হয়েছে কোচবিহার থেকেই।

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৮:৫৭ key status

কতগুলি কুইক রেসপন্স টিম ছিল?

কোনও ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যাওয়ার জন্য প্রস্তুত ছিল কুইক রেসপন্স টিম। শুক্রবার উত্তরবঙ্গের মোট ১২১টি কুইক রেসপন্স টিম কাজ করেছে। যার মধ্যে কোচবিহারে ৪৫টি ছিল। ২৭টি ছিল আলিপুরদুয়ারে, ৪৩টি জলপাইগুড়িতে।

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৮:৫৬ key status

কত জনকে গ্রেফতার করা হয়েছে?

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানালেন, যে বেশ কয়েকটা বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছে তার জেরে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।  সবাইকে গ্রেফতার করা হয়েছে কোচবিহার থেকেই।

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৮:৫২ key status

শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে জানালেন আরিজ

সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানালেন, শুক্রবার মোট ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিল। সব বুথের ওয়েব কাস্টিং হয়েছে।  ২৭ হাজার ৯০৭ ভোট কর্মী কাজ করেছেন। ৫৮১ মাইক্রো অবজারভার ছিল। তিন আসনে মোট ৩৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ  ভাবেই। যদিও কয়েক বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছে।

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৮:৪০ key status

প্রথম দফার ভোট শেষে বিশেষ সাংবাদিক বৈঠক

রাজ্যে প্রথম দফার ভোটের পর সাংবাদিক বৈঠক করছেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। 

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৮:৩৮ key status

উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট শেষ

উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। প্রথম দফায় ভোট শতাংশের হারে দেশের অন্য রাজ্যগুলির থেকে এগিয়ে রয়েছে বাংলা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.