কোভিডের মতোই সন্ত্রাসবাদ, দুমুখো হবেন না, UNSC-তে তোপ বিদেশমন্ত্রীর

আফগানিস্তানে ঘাঁটি গেড়ে থাকা বিভিন্ন সন্ত্রাসবাদী গ্রুপ যেমন লস্কর ই তৈবা, জইশ ই মহম্মদের কার্যকলাপ সম্পর্কে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের আত্মতৃপ্তির কোনও অবকাশ নেই। সন্ত্রাসবাদীদের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার ক্ষেত্রে হুঁশিয়ারি সংক্রান্ত ব্যাপারে নিরাপত্তা পরিষদের বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার একথা জানিয়েছেন। গত জানুয়ারি মাসেই সন্ত্রাসবাদীদের দমনে আট দফা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তিনি জানিয়েছিলেন। সেটাই আরও একবার মনে করালেন তিনি। সেই পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল সন্ত্রাসবাদ দমনে বৃহত্তর রাজনৈতিক সদিচ্ছা, সন্ত্রাসবাদে হঠাতে দুমুখো নীতি পরিত্যাগ করার মতো পদক্ষেপ গ্রহণ করা।


ব্রিজের মাধ্যমে নদী পার করছে হাতির দল। ছবি সৌজন্যে : রয়টার্স
দেড় বছর পর ঘরে ফিরছে চিনের পরিযায়ী হাতিরা, ভিডিয়োটি না ….
Anti love jihad law এর একাধিক ধারায় স্থগিতাদেশ(ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)
গুজরাটের Anti Love Jihad আইনের একাধিক ধারায় স্থগিতাদেশ ….
আফগানিস্তানে তালিবান যোদ্ধা
‘ওই ইতিহাস ফিরবে না, ওদের মাথা এখন পরিষ্কার,’ তালিবানের ….

তিনি স্পষ্টতই জানিয়েছেন, ইসলামিক স্টেট আরও শক্তি পাচ্ছে ও নিজেদের এলাকা বৃদ্ধি করতে চাইছে। আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিকভাবেই গোটা দুনিয়ার নজর কেড়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সুরক্ষাও নিয়েও প্রশ্ন উঠছে। হক্কানি নেটওয়ার্কের এই বাড়বাড়ন্ত যথেষ্ট উদ্বেগের। পাকিস্তান ভিত্তিক কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের কথা উল্লেখ করে বলেন, ‘এটা আফগানিস্তানের ভেতরে হতে পারে বা ভারতের বিরুদ্ধে হতে পারে,লস্কর- ই তৈবা বা জৈশ- ই- মহম্মদের মতো গ্রুপ একেবারে উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে এটা খুব গুরুত্বপূর্ণ যে এই কাউন্সিল কিছু একপেশে, বাছাই করা কৌশলী বা আত্মতৃপ্ত পদক্ষেপ নেবেনা যে সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি। ’

পাকিস্তানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের অবাধ বিচরণক্ষেত্র বা সন্ত্রাসের রিসোর্স কোথা থেকে আসছে সেটা এড়িয়ে যাওয়া ঠিক নয়। তিনি সাফ জানিয়েছেন, কোভিডের ক্ষেত্রে যেটা সত্য, সন্ত্রাসবাদের ক্ষেত্রে সেটা আরও সত্য।যতক্ষণ না পর্যন্ত আমরা প্রত্যেকে সুরক্ষিত ততক্ষণ আমরা কেউ সুরক্ষিত নই। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.