Russia Ukraine Crisis: রাশিয়ায় আটকে পড়া ভারতীয়দের ইস্যু থেকে নিষিদ্ধ অস্ত্র নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত

ইউক্রেনে মুহুর্মুহু বর্ষণ চলছে বোমার। রাশিয়ার সেনা ইতিমধ্যেই ইউক্রেনের খেরসন দখল করেছে বলে জানিয়েছে। এদিকে, ইউক্রেনের বুকে রুশ হামলার মাঝে এবার মুখ খুললেন ভারতে অবস্থিত রাশিয়ায় রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। একদিকে যখন গোটা বিশ্ব রাশিয়ার ভ্যাকুয়াম বোমা নিয়ে গর্জে উঠেছে, তখনই মুখ খুললেন আলিপভ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন, ‘রাশিয়া এমন কোনও অস্ত্র ব্যবহার করেনি, যা নিষিদ্ধ। এমনকি গতকাল কমিউনিকেশন টাওয়ারে বোমা বিস্ফোরণও নাগরিকদের সতর্ক না করে করা হয়নি। যাতে কোনওমতেই কোনও নাগরিকের মৃত্যু না হয়,সেই বিষয়টি নিশ্চিত করতেই তা করা হয়েছে।’ উল্লেখ্য, জেনেভা কনভেনশন অনুযায়ী, ভ্যাকুয়াম বোমা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। উল্লেখ্য, বলা হচ্ছে, যে ধরণের অস্ত্র রাশিয়া ব্যবহার করে যাচ্ছে, তা প্রবল ভয়ানক প্রভাব ফেলতে পারে ইউক্রেনের ভবিষ্যতে। এমনকি ইউক্রেনের নাগরিকদের অস্ত্র নিয়ে রাশিয়ার সেনা তাড়া করছে বলেও জানানো হয়। এই সমস্ত বিষয়ই নস্যাৎ করে দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত।

এছাড়াও রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলপভ জানিয়েছেন, ভারতের তরফে রাশিয়ায় আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই ইউক্রেন থেকে ভারতীয়দের উড়িয়ে আনার বিষয়ে নয়া উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ‘অপারেশন গঙ্গা’র নামাঙ্কিত এক অভিযানের আওতায় দেশের ৪ কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেন সংলগ্ন বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। সেখানে ইউক্রেন থেকে আসা ভারতীয়দের দেশে ফেরাতেই চলছে উদ্যোগ। সেই উদ্যোগের আওতায় কেন্দ্রীয় মন্ত্রীরা পোল্যান্ড,রোমানিয়া পৌঁছে গিয়েছেন। এরপর রাশিয়ায় আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতেও উদ্যোগী কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.