হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরেই রাজ্যে তেড়েফুঁড়ে নামতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। সঙ্ঘের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্য রাজ্যের তুলনায় এ রাজ্য কীভাবে উন্নয়নের নিরিখে পিছিয়ে পড়েছে সে সম্পর্কে প্রচারের জন্য যে বিশেষ টাস্কফোর্স তৈরি করা হয়েছে তার সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে। এই ফোর্সে শুধুমাত্র সঙ্ঘের কার্যকর্তাই নয়, অন্তর্ভুক্ত করা হবে সমমনোভাবাপন্ন সাধারণ মানুষকেও। সঙ্ঘের এক কার্যকর্তা জানিয়েছেন একথা। তিনি বলেন, গত জানুয়ারি মাসেই এই টাস্কফোর্স তৈরি করা হয়েছে। সেখানে এবার সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করে প্রচারের পালে আরও হাওয়া টানার চেষ্টা হবে। রাজ্য যে পিছিয়ে পড়ছে, রবিবার হলদিয়ায় এসে প্রধানমন্ত্রীও সেই অভিযোগ তুলে গিয়েছেন। রাজ্যের এই ব্যর্থতার দিকগুলি সাধারণ মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরাই এখন মূল উদ্দেশ্য। জানাচ্ছেন সঙ্ঘের ওই কার্যকর্তা।
রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছেন, ‘এই বিষয়টা আরএসএসের নিজস্ব উদ্যোগ। উন্নয়নের প্রশ্নে রাজ্য যে পিছিয়ে পড়ছে সেটা ইতিমধ্যেই আমরা সাধারণ মানুষের সামনে হাজির করছি। ফলে আগামীদিনে আলাদা আলাদা করেই প্রচার হবে।’ প্রচার সম্পর্কে আরএসএসের ওই কার্যকর্তা জানিয়েছেন, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিল্পোন্নয়নের সঙ্গে প্রচারে রাখা হবে রাজ্যবাসী বিশেষত মহিলাদের নিরাপত্তার প্রশ্নটি। এই সব প্রশ্নে উদাহরণ দিয়ে আরএসএস রাজ্য সরকারের ব্যর্থতার দিকগুলি তুলে ধরবে।
বিজেপির ভোট বাড়াতেই কি নির্বাচনের আগে এই উদ্যোগ? প্রশ্নের উত্তরে আরএসএসের ওই কার্যকর্তা বলেন, ভোটের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আরএসএস ভোট নিয়ে কারও কাছে কোনও আর্জি জানাবে না। ভোটটা সম্পূর্ণ জনগণের নিজস্ব বিষয়। সঙ্ঘের কাজ শুধুমাত্র রাজ্যের প্রকৃত অবস্থা তুলে ধরা।
2021-02-09