বাগদায় রেশন চুরির অভিযোগে ডিলারকে ঘিরে বিক্ষোভ, গ্রেফতার অভিযুক্ত

রেশন দুর্নীতির মাঝেই রেশনের খাদ্য সামগ্রী চুরির অভিযোগে উঠল ডিলারের বিরুদ্ধে। প্রতিবাদে এলাকার মানুষ ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার হরিনাথপুর গ্রামে। চাল, আটা কম দেওয়ায় বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ জমছিল গ্রাহকদের মধ্যে। মঙ্গলবার সকালে রেশন ডিলারের ছেলেকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। জনরোষের মুখে পড়ে নিজের কুকীর্তির কথা স্বীকার করলেন অভিযুক্ত। গ্রাহকদের দাবি, গত ৫ বছর ধরে এভাবে তাঁদের বঞ্চিত করা হচ্ছে, এবার হিসেব করে সেসব ফেরত দেওয়া হোক।

রেশনের স্লিপে লেখা এক পরিমাণ। আর যখন খাদ্য সামগ্রী হাতে আসছে, তখন দেখা যাচ্ছে তার পরিমাণ আরেক। রেশন তোলার পর এমনই গরমিল ঘটছিল। তা নিয়ে প্রথমদিকে গ্রাহকরা কিছুটা বিভ্রান্ত হচ্ছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন, তাঁদের জন্য বরাদ্দ রেশন চুরি হচ্ছে। এরপর হাতেনাতে ধরার অপেক্ষায় ছিলেন তাঁরা। মঙ্গলবার সকালে জমায়েত হয়ে রেশন দোকানে যান। ১৯ কেজি সামগ্রী দেওয়া হবে বলে স্লিপে উল্লেখ করা থাকলেও ১৫ কেজি দেওয়া হয়। চাল, আটা কম দেওয়া হয়। তাতেই রেশন দোকানের কর্মীকে ঘিরে প্রথমে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকরা। কর্মী শঙ্কর কর্মকার জানান, তিনি যা করেছেন, সবটাই ডিলারের নির্দেশ মেনে।

এর পরই ডিলারের ছেলে শান্তনু সাধুকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। প্রবল চাপের মুখে পড়ে তিনি স্বীকার করেন যে বরাদ্দ রেশন সামগ্রীর চেয়ে কম দেওয়া হয়েছে। গ্রাহকদের অভিযোগ, গড়ে তিন কেজি চাল, ২ প্যাকেট আটা কম দেওয়া হচ্ছে এবং এই গরমিল চলছে গত ৫ বছর ধরে। তাহলে এতদিনে কত সামগ্রী চুরি হয়েছে, তার হিসেবের কুলকিনারা পাচ্ছেন না তাঁরা। এক গ্রাহকের কথায়, “এই গ্রামে প্রায় আড়াই, তিন হাজার গ্রাহক আছে। সবার বরাদ্দ থেকে যদি এতটা করে চুরি হয়, তাহলে এতদিনে যত পরিমাণ হয়, আমাদের সব হিসেব করে ফেরত দেওয়া হোক।”

এই ঘটনার কথা জানানো হয়েছে বাগদার ফুড ইন্সপেক্টর সন্দীপ চক্রবর্তীকে। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেশন দোকান সিল করে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ ঘটনা এসে অভিযুক্ত রেশন ডিলার শান্তনু সাধুকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.