যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে ভারত! ভয় কাঁপছে পাকিস্তান। আতঙ্ক এতটাই যে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিখোঁজ খোদ পাক সেনাপ্রধান অসীম মুনির। তাঁকে এখন আর জনসমক্ষে দেখা যাচ্ছে না। সূত্রের খবর তেমনই।
কোথায় গেলেন পাক সেনাপ্রধান? একটি সূত্রের মতে, সম্ভবত রওয়ালপিন্ডিতে কোনও ব্যাংকারে লুকিয়ে রয়েছেন সেনা প্রধান। অন্য একটি সূত্রে আবার দাবি, হয়তো পাকিস্তানে ছেড়ে পালিয়ে গিয়েছেন তিনি। এমনকী, সেনা প্রধানের পরিবারও দেশ ছেড়েছেন বলে খবর।
কাশ্মীরে গণহত্য়া। পহেলগাওয়ে জঙ্গি গুলিতে নিহত ২৬ পর্যটক। পাকিস্তানের বিরুদ্ধে এবার যুদ্ধদেহিং মেজাজে ভারত। কুটনৈতিক স্তরে যেমন সিন্ধু জলচুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো পদক্ষেপ করেছে নয়াদিল্লি, তেমনি সীমান্তে শক্তি দেখাতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে সীমান্তের ওপারে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ছুটি বাতিল হয়ে গিয়েছে বিভিন্ন দফতরের সরকারি কর্মী ও স্বাস্থ্য কর্মীদের। গত ২৫ এপ্রিল যে নির্দেশিকা জারি করেছে ঝিলম ভ্যালির হেলথ ডাইরেক্টরেট, তাতে জরুরি অবস্থার কথা বলা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ, দেশের এই পরিস্থিতিতে জেলা হাসপাতালগুলিতে চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, নার্স, গাড়ির চালকদের তৈরি থাকতে হবে। তাঁদের আপাতত ছুটি নেওয়া যাবে না। যে কোনও সময় যে কোনও পরিস্থিতি তাদের মোকাবিলা করতে হতে পারে। যেসব চিকিত্সক ও প্যারা মেডিক্যাল স্টাফ ছুটি নিয়েছেন তাদের ছুটি বাতিল করে কাজে যোগ দিতে হবে। কর্তব্যে কোনও গাফিলতি হলে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।