১৪-১৫ জুনের মধ্যে দিল্লিতে বর্ষার আগমণ, রবিবারই ঢুকবে উত্তর প্রদেশে

আর বেশি দিনের অপেক্ষা নয়, আগামী ১৪-১৫ জুনের মধ্যেই রাজধানী দিল্লিতে আগমণ হবে বর্ষার। ১৪-১৫ জুনের মধ্যেই উত্তর ভারতের পঞ্জাব, হরিয়ানায় প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। রবিবারই উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে ঢুকে পড়বে বর্ষা। শনিবার বর্ষা ঢুকে পড়েছে ওডিশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও বিহারে। ৪ রাজ্যেই শনিবার সারাদিন আকাশের মুখ ছিল ভার। বৃষ্টিও হয়েছে এদিন।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর বিজ্ঞানী আর কে জেনামণি জানিয়েছেন, “১৪-১৫ জুনের মধ্যে উত্তর ভারতের পঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু প্রবেশ করবে। শনিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, ওডিশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও বিহারে বিস্তার করেছে বর্ষা। রবিবার উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে ঢুকে পড়বে বর্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.