Modi Cabinet: স্বরাষ্ট্রে শাহ, অর্থে ভরসা নির্মলাই, আর বাংলা? মোদী মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা…

রবিরার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী-সহ মোট ৭২ জন। পুরনোদের পাশাপাশি এবার মোদী মন্ত্রিসভায় এসেছে বেশকিছু নতুন মুখ। জল্পনা ছিল কাকে কোন মন্ত্রক দেওয়া হবে। সোমবার সন্ধেয় ঘোষণা হয়ে গেল কোন মন্ত্রকে দায়িত্ব পাচ্ছেন কে।

জল্পনা ছিল এনডিএ শরিক টিডিপি বা জেডিইউ গুরুত্বপূর্ণ ৪ দফতরের মধ্যে কোনও কিছু দাবি করে বসবে কিনা। কিন্তু তেমনটা হয়নি। অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ মন্ত্রকের মতো দফতরগুলি থাকছে পুরনোদের হাতেই। চমক হিসেবে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে জে পি নাড্ডাকে। অন্যদিকে,  এইচ ডি কুমারস্বামীকে দেওয়া হয়েছে ইস্পাত মন্ত্রক।

কে পেলেন কেন মন্ত্রক

প্রতিরক্ষা-রাজনাথ সিং

স্বরাষ্ট্র-অমিত শাহ

সড়ক পরিবহন-নীতিন গড়করি

স্বাস্থ্য-জে পি নাড্ডা

কৃষি-শিবরাজ সিং চৌহান

অর্থ-নির্মলা সীতারামন

বিদেশ-এস জয়শঙ্কর

হাইজিং-মনোহরলাল খট্টর

ইস্পাত- এইচি ডি কুমারস্বামী

বাণিজ্য- পীযূষ গোয়েল

শিক্ষা- ধর্মেন্দ্র প্রধান

ক্ষুদ্রশিল্প-জিতনরাম মাঝি

পঞ্চায়েত-রাজীব রঞ্জন সিং

জাহাজ-বন্দর-সর্বানন্দ সোনওয়াল

বিমান পরিবহন- কে আর নাইডু

খাদ্য-প্রহ্লাদ যোশী

উপজাতি বিষয়ক-জুয়েল ওরাম

বস্ত্র-গিরিরাজ সিং

রেল-তথ্য সম্প্রচার-অশ্বিনী বৈষ্ণব

উত্তর-পূর্ব উন্নয়ন এবং টেলিকম-জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

পরিবেশ-ভূপেন্দ্র যাদব

পর্যটন-গজেন্দ্র সিং শেখাওয়াত

নারী ও শিশু- অন্নপূর্ণা দেবী

সংসদ বিষয়ক মন্ত্রী-কিরেন রিজিজু

তেল ও গ্যাস- হরদীপ পুরী

শ্রম-মনসুখ মান্ডবিয়

কয়লা-জি কিষেন রেড্ডি

ফুড প্রসেসিং-চিরাগ পাসোয়ান

জলশক্তি- সি আর পাটিল

প্রতিমন্ত্রী

সংস্কৃতি- রাও ইন্দ্রজিত্ সিং

সায়েন্স অ্যান্ট টেকনোলজি-জিতেন্দ্র সিং

আইন- অর্জুন রাম মেঘওয়াল

স্বাস্থ্য ও পরিবার-যাদব প্রতাপরাও গণপতরাও

স্কিল ডেভলপমেন্ট-জয়ন্ত চৌধুরী

কমার্স-জিতিন প্রসাদ

শক্তি-শ্রীপদ যশো নাইক

অর্থ-পঙ্কজ চৌধুরী

কোঅপারেশন-কিষেন পাল

সামাজিক ন্যায়-রামদাস আটওয়ালে

কৃষি-রাম নাথ ঠাকুর

স্বরাষ্ট্র-নিত্যানন্দ রাই

স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ-অনুপ্রিয়া প্যাটেল

জলশক্তি- ভি সোমান্না

রুরাল ডেভলপমেন্ট-চন্দ্রশেখর প্রমাসানি

মত্স ও পশুপালন- এস পি সিং বাঘেল

ক্ষুদ্রশিল্প-শোভা কারান্ডালাজে

পরিবেশ-কীর্তিবর্ধন সিং

ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউসন- বি এল ভার্মা

জাহাজ-শান্তনু ঠাকুর

পেট্রোলিয়াম -সুরেশ গোপী

তথ্য ও সম্প্রোচার- এল মুরুগান

রোড-অজয় টামটা

স্বারাষ্ট্র- বান্দি সঞ্জয় কুমার

রুরাল ডেভলপমেন্ট-কমলেশ পাশোয়ান

কৃষি-ভগীরথ চৌধুরী

কয়লা-সতীশ চন্দ্র দুবে

প্রতিরক্ষা-সঞ্জয় শেঠ

রেল-রভনীত সিং

উপজাতি-দূর্গাদাস উইকে

যুব কল্যাণ- নিখিল খাড়সে

শিক্ষা- সুকান্ত মজুমদার

নারী ও শিশু কল্যাণ-সাবিত্রী ঠাকুর

হাউজিং-তোখান সাহু

জলশক্তি-রাজভূষণ চৌধুরী

ভারী শিল্প-ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা

করেপারেটে অ্যাফেয়ার্স- হর্ষ মালহোত্রা

কনজিউমার অ্যাফেয়ার-নিমুবেন জয়ন্তীভাই বামভানিয়া

কোঅপারেশন মূরলীধার মোহল

মাইনোরিটি অ্য়াফেয়ার্স- জর্জ কুরিয়েন

বিদেশ- পবিত্র মার্গারিটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.