Post Office-এ বিনিয়োগ আছে? এই ক্ষেত্রে বাড়ছে খরচ, জেনে নিন এখনই

1/5Post Office-এর জীবন বিমায় অনলাইনে প্রিমিয়াম দিতে গেলে বাড়তি টাকা দিতে হবে। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)

এ বিষয়ে এক নির্দেশিকায় জানিয়েছে ডাক বিভাগ। গত বছরের ১৭ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Adnan Abidi)
2/5এ বিষয়ে এক নির্দেশিকায় জানিয়েছে ডাক বিভাগ। গত বছরের ১৭ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Adnan Abidi)
তাতে বলা হয় ১৭ জানুয়ারি থেকে সরকার আর এমডিআর বাবদ কোনও টাকা ব্যাঙ্কগুলিকে দেবে না। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)
3/5তাতে বলা হয় ১৭ জানুয়ারি থেকে সরকার আর এমডিআর বাবদ কোনও টাকা ব্যাঙ্কগুলিকে দেবে না। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)
এতদিন এই MDR-এর টাকা যেত সরকারের ঘর থেকে। ফাইল ছবি : টুইটার (Twitter)
4/5এতদিন এই MDR-এর টাকা যেত সরকারের ঘর থেকে। ফাইল ছবি : টুইটার (Twitter)
এখন থেকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট(MDR) বাবদ খরচ মেটাতে হবে গ্রাহককে। গ্রাহক যে ব্যাঙ্কের গ্রাহক, সেইমতো MDR কাটা হবে। পরিমাণ মূল অঙ্কের এক থেকে তিন শতাংশ।  প্রতীকী ছবি : মিন্ট  (MINT_PRINT)
5/5এখন থেকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট(MDR) বাবদ খরচ মেটাতে হবে গ্রাহককে। গ্রাহক যে ব্যাঙ্কের গ্রাহক, সেইমতো MDR কাটা হবে। পরিমাণ মূল অঙ্কের এক থেকে তিন শতাংশ।  প্রতীকী ছবি : মিন্ট  (MINT_PRINT)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.