Gujarat Port: গুজরাট বন্দরের কাছে বড় অভিযান, নৌবাহিনির হাতে আটক ৩৩০০ কেজি মেথ-চরস

একটি যৌথ অভিযানে, ভারতীয় নৌবাহিনী এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মঙ্গলবার গুজরাটের পোরবন্দরের কাছে একটি জাহাজ থেকে প্রায় ৩,৩০০ কেজি মাদক আটক করেছে। এটি সাম্প্রতিক অতীতে সবথেকে বড় মাদক বিরোধী অভিযান বলে মনে করা হচ্ছে। নৌবাহিনী এই খবর জানিয়েছে।

মঙ্গলবার নৌবাহিনী একটি ছোট জাহাজকে আটক করে ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামিন এবং ২৫ কেজি মরফিন উদ্ধার করে। জাহাজের পাঁচজন ক্রু, সবাই পাকিস্তানি নাগরিক। তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1762672069865841062&lang=en&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fgujarat-port-navy-drug-bust-seize-3300-kg-meth-charas_510182.html&sessionId=664ee9b158d85d6417718dfb04663e16d233ba2b&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

ভারতীয় নৌ বাহিনী তাঁদের বিবৃতিতে জানিয়েছে, ‘একটি পালতোলা নৌকা থেকে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা, যা পরিমাণের দিক থেকে এখনও পর্যন্ত সবথেকে বড়, এনসিবি-র সঙ্গে ভারতীয় নৌবাহিনীর মিশন-নিয়োজিত সম্পদের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছিল। আটক করা নৌকা এবং ক্রুসহ মাদকদ্রব্য হস্তান্তর করা হয়েছে একটি ভারতীয় বন্দরে আইন প্রয়োগকারী সংস্থার কাছে’।

ভারতীয় নৌবাহিনী বলেছে যে একটি সন্দেহজনক পালতোলা নৌকাকে পোরবন্দরের কাছে একটি নজরদারি বিমান দেখতে পায়। এরপরেই মনে করা হয় যে এটি মাদক চোরাচালানে জড়িত। জাহাজটিকে আটকানোর জন্য বাহিনীর একটি জাহাজকে সেই দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

নৌবাহিনী জানিয়েছে, ‘নজরদারি মিশনে P8I LRMR বিমানের ইনপুটের উপর ভিত্তি করে, মিশনে নিয়োজিত জাহাজটিকে নিষিদ্ধ চোরাচালানে জড়িত সন্দেহজনক নৌকাটিকে আটকানোর জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছিল’।

পুনে এবং নয়াদিল্লি জুড়ে দু’দিনের অভিযানে ২৫০০ কোটি মূল্যের ১১০০ কিলোগ্রাম মেফেড্রোন উদ্ধার করা হয়। এর বাজারের নাম ‘মিউ মিউ’। এই ঘটনার এক সপ্তাহ পরে এই বিশাল মাদকদ্রব্যের ধরা পড়ার ঘটনা ঘটে।

পুনেতে ৭০০ কেজি মেফেড্রোন এবং দিল্লিতে আরও ৪০০ কেজি নিষিদ্ধ ওষুধ পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.