Family Pension: বিশেষভাবে সক্ষমদের জন্য সুখবর,পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিশেষভাবে সক্ষমদের পারিবারিক পেনশনের জন্য আয়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হল। একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিশেষভাবে সক্ষম শিশু বা তরুণদের ক্ষেত্রে আয়ের সীমা বাড়ানো হল। এর সুবিধা পাবেন মানসিক বা শারীরিক অক্ষমতায় যেসব শিশু বা তরুণ-তরুণীদের পরিবার। 

বর্তমানে পেনশন বাদে অন্য কোনও সূত্র থেকে যদি কারোর আয় ৯০০০ বা তার কম হয়, তাহলেই সে পারিবারিক পেনশনের আওতায় আসবে। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে নয়া বর্ধিত সীমা ধার্য করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।ট্রেন্ডিং স্টোরিজ

কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে এজাতীয় শিশুরা যাতে আজীবন পেনশন পেতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। তবে তার জন্য কতগুলি শর্ত লাগু করা হয়েছে। বলা হয়েছে পারিবারিক পেশন ছাড়া অন্য কোনও আয় যদি না থাকে তাহলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা শিশু এই টাকা পাবেন। 

অন্যদিকে আয়ের উৎস থেকে তার সামগ্রিক আয় সাধারণ হারে স্বত্তাধিকারে পাওয়া পরিবারিক পেশনের থেকে কম থাকে তাহলে এই টাকা সে পাবে। অর্থাৎ সরকারি কর্মীর শেষ বেতনের ৩০ শতাংশ সংশ্লিষ্ট পেশনভোগী ও তার ওপর মূল্যস্ফীতি ধার্য করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.