Deltacron Symptoms: ব্রিটেনে সন্ধান মিলল ডেল্টাক্রন কেসের! সংক্রামক ক্ষমতা থেকে উপসর্গ একনজরে

ডেল্টাগ্রমের সংক্রমণের কিছু ঘটনার সন্ধান মিলেছে ইউনাইটেড কিংডম-এ। ইউকেতে এমন বহু রোগীর সন্ধান মিলেছে যাঁরা ডেল্টা ও ওমিক্রনের সংযুক্তির নতুন স্ট্রেইন ডেল্টাক্রনে আক্রান্ত হয়েছেন। প্রাথমিকভাবে এই স্ট্রেইনকে ল্যাবরেটারিতে ঘটে যাওয়া কোনও ‘ভুল’বলে মনে করা হচ্ছিল। তবে এবার তা বাস্তব জীবনে হানা দিতে শুরু করল। তবে ইউকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যেহেতু ডেল্টাক্রনের কেসের সংখ্যা অনেকটাই কম, তাই এই কোভিড স্ট্রেইন নিয়ে ততটা উদ্বিগ্ন নয় ব্রিটেন। একনজরে দেখে নেওয়া যাক ডেল্টাক্রনের সংক্রামক ক্ষমতা থেকে এর উপসর্গগুলি।

ডেল্টাক্রন কী?ট্রেন্ডিং স্টোরিজ

ইউকে বলছে,  এমন বহু রোগীর কথা জানা গিয়েছে, যাঁরা ডেল্টাক্রনে আক্রান্ত হয়েছেন। মূলত কোভিডের দুটি ভ্যারিয়েন্ট ডেল্টা ও ওমিক্রনের সংযুক্তির ভ্যারিয়েন্ট এই ডেল্টাক্রন। সংবাদমাধ্যম ডেইলি মেল বলছে, ‘মনে করা হচ্ছে, যে রোগীরা দু’টি করোনা ভ্যারিয়েন্টের শিকার হয়েছেন একইসঙ্গে সেই রোগীদের দেহেই এই নয়া স্ট্রেইনের প্রকোপ দেখা যাচ্ছে, তবে জানা যায়নি যে এই স্ট্রেইন ব্রেটেনের বাইরে থেকে এসেছে, নাকি ব্রিটেনেই জন্ম নিয়েছে।’

কতটা সংক্রামক ডেল্টাক্রন?

ব্রিটেবের স্বাস্থ্যবিভাগ UKHSA এর তরফে জানানো হয়েছে, এই ভ্যারিয়েন্টের সংক্রামক ক্ষমতা ততটা নয়। ফলে এর থেকে সেভাবে ভয়াবহ কিছু ঘটার সম্ভাবনা নেই। ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক পল হান্টার জানিয়েছেন, ‘ইউকে আসল ডেল্টা ও ওমিক্রন ঘিরে বহুল পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে , ফলে এর (ডেল্টাক্রন) ঘিরে ভীত হওয়ার সেরকম কোনও বিষয় নেই।’ তিনি বলছেন, ডেল্টা আর ওমিক্রনের প্রভাব যদি কমতে শুরু করে, তাহলে এই নয়া ভ্যারিয়েন্টের প্রভাবও মাথাচাড়া দিতে পারবে না।

ডেল্টাক্রন উপসর্গ

বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’ বলছে একই সময়ে কোভিডের দুটি স্ট্রেনে সংক্রমিত হতে পারেন একজন। হু বলছে, বহু ক্ষেত্রেই অতিমারীতে জানা গিয়েছে ইনফ্লুয়েঞ্জা ও কোভিডে একইসঙ্গে সংক্রমিত হওয়ার কথা। ফলে, মনে করা হচ্ছে ডেল্টা ও ওমিক্রন ঘিরে যে সমস্ত উপসর্গ এতদিন দেখা গিয়েছে,তাই সম্ভবত রোগীদের মধ্যে দেখা যেতে পারে। যদিও তা নিশ্চিত করে সেভাবে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরকভ বলছেন, দুটি ভ্যারিয়েন্টের কম্বিনেশন একসঙ্গে রেখে যে শব্দ ‘ডেল্টাক্রন’ প্রয়োগ করা হচ্ছে, তা ঠিক নয়। এরকম কিছু ঘটছে না। উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল সাইপ্রাসের একটি ল্যাবে দুর্ঘটনাবশত দুটি ভ্যারিয়েন্ট সংযুক্ত হয়। তবে বর্তমানে তা খুব যে একটা উদ্বেগের বিষয় হয়ে উঠবে, তা মনে করছেন না বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.