ভারতের সাংসদদের নিয়ে বিতর্কিত মন্তব্য সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর,আপত্তি দেশের

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী  Lee Hsein Loongএর মন্তব্যের তীব্র আপত্তি জানিয়েছে ভারত। সূত্রের খবর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী তাঁর দেশের সংসদে বিতর্কে জানিয়েছিলেন,ভারতের অর্ধেক সাংসদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধমূল অভিযোগ রয়েছে। তবে ভারতের দাবি, এই ধরণের মন্তব্য অপ্রত্যাশিত। সূত্রের খবর সিঙ্গাপুরের হাই কমিশনারকে ডেকে এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে ভারত।

সম্প্রতি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, প্রথম দিকে আদর্শবোধ, নীতি থাকে রাষ্ট্রনায়কদের মধ্যে। সেই প্রসঙ্গে জওহরলাল নেহেরুর প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সাংসদরা সেই আদর্শ ধরে রাখতে পারেন না বলে কার্যত উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী লি বলেন, ‘নেতৃত্ব যাঁরা লড়াই করেছিলেন, স্বাধীনতার সংগ্রামে জয়ী হয়েছিলেন, তাঁরা ব্যতিক্রমী। তাঁরা ডেভিড বেন গুরিয়ন্স , জওহরলাল নেহেরু। আমাদেরও এমন নেতৃত্ব ছিলেন। ’তিনি ভারতের ও ইজরায়েলের প্রথম প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করেন। এর সঙ্গেই তাঁর সংযোজন, পরবর্তী প্রজন্ম এই প্রবণতাকে যথাযথভাবে ধরে রাখতে পারেন না । ভারতের প্রসঙ্গে তিনি বলেন, ‘মিডিয়া রিপোর্ট বলছে অর্ধেক সাংসদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে। এমনকী খুন ও ধর্ষণের মতো অভিযোগও রয়েছে। তবে এটা বলা হয় যে অধিকাংশ অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়।’ তবে ভারতের তরফে জানানো হয়েছে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অপ্রত্যাশিত।আমরা সিঙ্গাপুরের সঙ্গে এনিয়ে আলোচনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.