কয়লা পাচারকাণ্ড: রাজ্যের অনুমতি ছাড়াই তল্লাশি চালাতে পারবে সিবিআই

কয়লা পাচার কাণ্ডে সিবিআইকে বড়সড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবার তল্লাশি চালাতে গেলে তাদের রাজ্যের কোনও অনুমতি লাগবে না।

কয়েকদিন আগে কয়লা পাচার কাণ্ডে রাজ্যের সহযোগিতা নিয়ে তল্লাশি চালাতে হবে বলে সিবিআইকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। আর এতেই আপত্তি ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির। গত সোমবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল তারা৷

কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ গত বুধবার নির্দেশ দিয়েছিলেন, সিবিআইয়ের এফআইআর-এ কোনওরকম হস্তক্ষেপ করবে না আদালত। অর্থাত্‍, ওই এফআইআর বহাল থাকবে। যেহেতু কয়লা রেলে পরিবহণ করা হয় তাই, ১৯৮৯ সালের রেলওয়ে আইনে রেলের আওতাধীন এলাকা সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া আছে, সেই এলাকায় সিবিআই তদন্ত চালাতে পারবে। কিন্তু রাজ্যের আওতাধীন এলাকায় তল্লাশি চালাতে হলে রাজ্যের কাছ থেকে অনুমতি নিতে হবে সিবিআইকে। এরপর কয়লা পাচার কাণ্ডে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে সিবিআই৷

প্রসঙ্গত, কয়লা পাচার-কাণ্ডে সিবিআই তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল অন্যতম অভিযুক্ত অজিত মাঝি ওরফে লালা। সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতির সব্যসাচী ভট্টাচার্য্য।

কয়লা কাণ্ডে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে নেমে অনুপ মাঝি ওরফে লালার খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা। এরপর থেকেই লালার বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। কিন্তু সেই তদন্ত করার নাকি এক্তিয়ারই নেই কলকাতা হাই কোর্টের। এমনই চাঞ্চল্যকর দাবি তোলেন লালার আইনজীবী ফারুক রাজ্জাক।

তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ এবং সিবিআইয়ের তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন লালা এরআগে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর এজলাসে মামলার শুনানি ছিল। সেখানেই এই দাবি তুলেছিলেন লালার আইনজীবী রাজ্জাক।

সওয়াল-জবাবে লালার আইনজীবী আরও দাবি করেছিলেন, নিছক অপরাধমূলক কাজকর্মে যুক্ত বলে মনে করলেই, কোনও ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করা যায় না। এক্ষেত্রে তদন্ত চালিয়ে যেতে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সম্মতি প্রয়োজন।

এদিকে, কয়লা কাণ্ডে সিবিআই-এর পর এবার তৎপর ইডিও। শুক্রবার কয়লা কাণ্ডে প্রথম অভিযানে নেমেছে ইডি। কলকাতা, মুর্শিদাবাদ, আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর, হলদিয়া সহরাজ্যের ১০টি জায়গায় আজ তল্লাশি চালাচ্ছে এই তদন্তকারী সংস্থা।কয়লা কাণ্ডে টাকা কীভাবে পাচার হয়েছে? কোথা থেকে কোথায় গিয়েছে টাকা? তদন্তে তা খতিয়ে দেখছে ইডি। কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের বাড়িতেও আজ হানা দিয়েছে ইডি। সিবিআই-এর পর এবার বিনয় মিশ্রের উপর নজর ইডি-রও। এর পাশাপাশি আরও এক ইস্পাত কারখানার মালিকের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.