গোয়ায় একক বৃহত্তম দল বিজেপি, খাতাই খুলতে পারল না তৃণমূল, হারলেন মনোহর পুত্রও

গোয়াতে বড়সর জয়ের মুখে বিজেপি। ফের ক্ষমতায় ফেরার তোড়জোর শুরু করেছে গেরুয়া শিবির। কার্যত গোয়া আর মণিপুরে একক বৃহত্তম দল হিসাবে গণ্য করা হচ্ছে বিজেপিকে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, গোয়ার মানুষকে ধন্যবাদ। গোয়ার জন্য আমাদের স্বংয়সম্পূর্ণ প্ল্যান রেডি রয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছি। নির্দল ও অন্যান্য দলও আমাদের কাছাকাছি আসছে। প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প আমাদের সহায়তা করেছে। আমাদের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এতে আমরা খুশি।প্রচারে নেতৃত্ব দেওয়ার জন্য দল আমার উপর ভরসা রেখেছিল, এতে আমরা খুশি। জানিয়েছেন প্রমোদ সাওয়ান্ত।ট্রেন্ডিং স্টোরিজ

এদিকে এবার গোয়া নিয়ে আলাদা নজর ছিল রাজনৈতিক মহলের। প্রথম থেকেই এবার কৌশলী ছিল বিজেপি। এবার সাতজন বিধায়ককেও টিকিট দেয়নি বিজেপি। এই কৌশল কতটা কাজে দেবে তা নিয়েও জল্পনা চলছিল। এমনকী পানাজি আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের পুত্র উৎপলকেও টিকিট দেয়নি বিজেপি। তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। এদিকে পানাজি আসনে হাজারেরও কম ভোটে আতানাসিও মোনসেরাত্তের কাছে পরাজিত হয়েছেন উৎপল। তবে অল্প ভোটের ব্যবধানে এই জয় নিয়ে বিজেপির একাংশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপির বিজয়ী প্রার্থী। তিনি বলেন, উৎপল যদি এত ভোট পেয়ে থাকেন তার মানে ক্যাডারদের একাংশ তাঁকে সমর্থন করেছেন। তবে সর্বশেষ ফলাফল অনুসারে তৃণমূল একটি আসনও দখল করতে পারেনি গোয়ায়। আপ দুটি আসন পেয়েছে। রেভেলিউশনারি গোয়ান পার্টি পেয়েছে একটি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.