- নিজামুদ্দিন মারকজ নিয়ে সাংবাদিকের প্রশ্নে আপনার প্রতিক্রিয়া দৃষ্টিকটূ, বললেন জগদীপ ধনখড়।
TopicsCOVID 19West BengalKolkataJagdeep DhankharMamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দ্বিতীয় দফার হামলায় সুর আরও চরমে তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার মুখ্যমন্ত্রীকে লেখা ১৪ পাতার চিঠিতে তিনি লেখেন, আপনার সংখ্যালঘু তোষণ প্রকাশিত হয়ে পড়েছে ও তা দৃষ্টিকটূ বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীকে তাঁর প্রাথমিক জবাবে রাজ্যপাল লিখেছিলেন, সাংবিধানিক ভাবে আপনি ব্যর্থ। সঙ্গে মুখ্যমন্ত্রীকে তিনি মনে করিয়েছিলেন, জমিদারি চালানো আর রাজ্য চালানো এক নয়। কেউ সংবিধানের নামে শপথ নিয়ে নিজেকে আইন বলে ভাবতে পারেন না।
শুক্রবার বেলা ১১টায় মুখ্যমন্ত্রীকে বিস্তারিত জবাব দেবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল। তাতে তিনি লিখেছেন, ‘আমি দেখতে পাচ্ছি করোনাভাইরাস মোকাবিলায় আপনার ব্যর্থতা থেকে মানুষের নজর ঘোরাতে আপনি রণনীতি তৈরি করেছেন। আপনার সংখ্যালঘু তোষণের রাজনীতি বেআব্রু হয়ে পড়েছে। যা দৃষ্টিকটূ। নিজামুদ্দিন মারকজ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আপনি বলেছেন, আমাকে সাম্প্রদায়িক প্রশ্ন করবেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন অভিযুক্তকে কখনোই আক্রান্ত বলে দেখানো যায় না।’
বলে রাখি, বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে তার এক্তিয়ার স্মরণ করিয়ে ৫ পাতার চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। তাতে তিনি লেখেন, ‘মনে রাখবেন, আমি একটি গর্বিত রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। আপনি একজন মনোনীত রাজ্যপাল।’ সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘রাজ্যপালের চিঠির ভাষা তাঁর, তাঁর দফতর ও মন্ত্রিসভার জন্য অবমাননাকর।’