“বাঙ্গালী হিন্দু গণহত্যা”-র ইতিহাস উন্মোচনে এক সত্যান্বেষী প্রয়াস – প্রদর্শনী এখন অনলাইনেও দেখা যাবে

গনহত্যার শিকার হওয়া জাতিগুলোর মধ্যে বাঙ্গালী হিন্দুর নাম সদা সর্বদাই একেবারে প্রথম দিকে থাকবে। যদিও এটা কোনো প্রতিযোগিতার বিষয় নয়‚ তবুও এটা বলাই যায় যে বাঙ্গালী হিন্দু যেভাবে এক নাগারে ভয়ঙ্কর গনহত্যার মুখোমুখি হয়েছে তার সাথে একমাত্র তুলনা চলতে পারে ইহুদীদের হলোকাস্ট এবং কাশ্মীরি পন্ডিত গণহত্যার।

কিন্তু হলোকাস্ট ও কাশ্মীরি পন্ডিত গণহত্যা নিয়ে তাঁদের কৌম তথা বিশ্বে প্রচার ও সচেতনতা যথোপযুক্ত হলেও বাঙ্গালী হিন্দুর ভেতর তার গনহত্যা নিয়ে ন্যুনতম কোনো সচেতনতা আর ইতিহাস গবেষণা নেই। বাঙ্গালী হিন্দু তাদের সামনে ওঁত পেতে বসে থাকা বিপদ সম্পর্কে পুরোপুরি অসেচতন।

আর এই অসচেতনতা দূর করতেই উদ্যোগ নিয়েছে “পশ্চিমবঙ্গের জন্য”! ১৯৭১ সালের হিন্দু গণহত্যার ৫০ তম বার্ষিকী উপলক্ষে ১১-১২ ই ডিসেম্বর, ২০২১ তারিখে যামিনী রায় গ্যালারী, রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্র, ICCR কলকাতায় তারা আয়োজন করেছে বাঙালি হিন্দু গণহত্যার উপর একটি প্রদর্শনী ও সেমিনারের। হিন্দু গনহত্যা বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা, একটি তথ্যচিত্রের স্ক্রিনিং, একটি শ্বেতপত্র প্রকাশ এবং প্রস্তাবিত গণহত্যার স্মৃতিসৌধের একটি ক্ষুদ্র মডেলের উন্মোচন করার পরিকল্পনা আছে এখানে।

গতকাল ছিলো এই অনুষ্ঠানের প্রথম দিন। প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঙ্গালী হিন্দুর বিপদ ও ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে আক্ষরিক অর্থেই আগুন ছড়ানো ভাষন দেন তিনি। এছাড়াও ছিলেন অধ্যাপিকা মধু কিশোর। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ‚ দিল্লির সাথে যুক্ত আছেন তিনি। অনুষ্ঠানে বক্তৃতা দেন বিশিষ্ট বুদ্ধিজীবী মোহিত রায়। বাঙ্গালী হিন্দু গনহত্যা বিষয়ে একটি ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয় আজ। এছাড়াও ছিলো ১৯৪৬ থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত বাঙ্গালী হিন্দু গনহত্যার ছবি ও তথ্যসহ সচেতনতামূলক প্রদর্শনী!

হিন্দু গনহত্যা বিষয়ক বিভিন্ন বইপত্রও মানুষের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা রাখেন তারা।

এই অনুষ্ঠানের পর “পশ্চিমবঙ্গের জন্য” , বাঙালি হিন্দু গণহত্যার উপর প্রদর্শনী করার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে ভ্রমণ করার পরিকল্পনা করেছে। পশ্চিমবঙ্গের পর তারা নতুন দিল্লিতে একটি জমকালো অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা করেছে৷ প্রদর্শনীটি তারপর সারা ভারত জুড়ে অন্যান্য বড় শহরে পরিভ্রমণ করবে। এছাড়াও ভবিষ্যতে বাঙালি হিন্দু গণহত্যা মেমোরিয়াল সেন্টার নির্মাণের দৃঢ় প্রতিজ্ঞ পরিকল্পনাও রয়েছে তাদের!

আজ ১২ই ডিসেম্বর আবারও একটি সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রদর্শনী আপনাদের উপহার দেবে। হিন্দু গনহত্যা বিষয়ক বইপত্রও পাঠকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা থাকবে সেখানে। উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক – বুদ্ধিজীবী ও ত্রিপুরা – মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রা

এছাড়াও এই প্রদর্শনী ভার্চুয়ালি দেখানো হবে বার্তা টুডে ( ঋতম্ বাংলা) তে!

https://www.facebook.com/watch/?v=1257771238054851

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.