জাতীয় প্রযুক্তি দিবস

আজ জাতীয় প্রযুক্তি দিবস। প্রতি বছর ভারতে 11 মে পালিত হয় National Technology Day। বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে একটা দেশ হিসেবে ভারতের উত্তোরত্তর শ্রীবৃদ্ধি এবং এই বিভাগে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত কী কী উপলব্ধি করেছে, সেই সব দিক মিলিয়েই পালিত হয় জাতীয় প্রযুক্তি দিবস। তবে, এই বিশেষ দিনের পিছনে রয়েছে আকর্ষণীয় এক ইতিহাসও। আসুন, জেনে নেওয়া যাক, জাতীয় প্রযুক্তি দিবসের ইতিহাস এবং কাহিনি।

ভারতে জাতীয় প্রযুক্তি দিবসের ইতিহাস – (History Of National Technology Day In India)

1998 সালের 11 মে পরমাণু পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছিল ভারত। আর তারপরই পারমাণবিক অস্ত্রধারী দেশগুলির তালিকায় চলে এসেছিল ভারত। মনে রাখা জরুরি যে, 1998 সালে ভারত রাজস্থানের পোখরান থেকে সফল ভাবে পরমাণু পরীক্ষা করা হয়েছিল। তারপরে 13 মে দুটি নিউক্লিয়ার টেস্ট করা হয়। এই পরীক্ষাগুলির নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। আর সেই সফল পরামাণবিক পরীক্ষার পরই 1999 সালের 11 মে প্রথম বার ভারতে National Technology Day পালিত হয়েছিল। বিশেষ এই দিনের ঘোষণা করেছিলেন তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।

সেই 1999 সালে শুরু। তার পর থেকেই ভারতে প্রতি বছর নিয়ম করে পালিত হয় জাতীয় প্রযুক্তি দিবস। বিশেষ এই দিনে ভারতের টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড, প্রযুক্তির ক্ষেত্রে তাদের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের সম্মান জানায়। জেনে রাখা ভালো যে, রাজস্থানের পোখরানে সেই বছর সফল ভাবে পারমাণবিক পরীক্ষা করেছিল DRDO (Defence Research and Development Organisation), Bhabha Atomic Research Centre (BARC) এবং AMDER (Atomic Minerals Directorate for Exploration and Research)- এই সব সংস্থাগুলি। আর সেই কারণেই পরবর্তীতে ভারত থার্মোনিউক্লিয়ার অস্ত্র তৈরি করতেও সফল হয়েছিল।

শুধু তাই নয়। ভারতে প্রথম বার যে দিন National Technology Day পালিত হয়েছিল, সে দিন Hansa-1, যা ভারতের প্রথম এয়ারক্রাফ্ট, তারও সফল উড়ান হয়েছিল। পাশাপাশিই আবার DRDO-র তরফে ত্রিশূল মিসাইলেরও সফল ভাবে পরীক্ষণ সম্ভব হয়েছিল। ত্রিশূল হল এমনই এক মিসাইল, যা নিজের টার্গেটে সর্বদা খুব তেজের সঙ্গে হামলা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.