ক্লান্ত , অবসন্ন কিশোরটির হতাশা ক্রমে পরিনত হল ক্রোধে ! পারিবারিক বিবাদে রক্তাক্ত বাবার সাথে ছোট নেতা থেকে বড় নেতার দুয়ারে দুয়ারে ঘোরার পর যখন কোন সুরাহা হল না, উল্টে সালিশি সভা নামক খাপে জুটেছিল মার !
বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করেছিল প্রতিশোধের ! চেয়েছিল জমানা বদলের !
বছর চলে যায় , জমানা বদল হয় আরও একটি জমানা বদলের ডাক ওঠে ! সেদিনের সেই এলসি কাকু আবারও ভোট চাইতে আসে ! মনের কোনে দগদগে ঘা হয়ে থাকা কিশোরটি আজ যুবক তবুও শুকায় না সেই গভীর ক্ষত !
একদা দোর্দন্ডপ্রতাপ , এক ঘাটে বাঘে গরুতে জল খাওয়ানো নেতাকে দেখে সেদিনের কিশোরটি বলে ওঠে , ‘ফোট বাল’ !
Disclaimer : গল্পটি মঙ্গলগ্রহের কোন একদেশের কোন এক প্রত্যন্ত গ্রামের ! এর সাথে বামবাংলার কোনওওও মিল খুঁজবেন না ! তখন এসব হতই না ! কমরেড কততো ভাল ছিল !
অভিযান পাড়ুই