বড়দিনে সেজে উঠেছে পার্ক স্ট্রিট, কলকাতাকে মিস্ করছেন অমিতাভ বচ্চন, ভাগ করে নিলেন কোন স্মৃতি?
বড়দিনে প্রতি বছরের মতো সেজে উঠেছে পার্ক স্ট্রিট। শহর জুড়ে উৎসবের হাওয়া। বিভিন্ন গির্জায় আলোর রোশনাই। যিশুর জন্মদিন উদ্যাপনে মাতোয়ারা শহরবাসী। মধ্য কলকাতার প্রায় সর্বত্র ভিড়। এমন সব চিত্র দেখে শহর কলকাতার জন্য যেন মনকেমন করছে অমিতাভ বচ্চনের। অমিতাভের ব্লগে ঘুরেফিরে প্রায়ই আসে কলকাতার কথা। কলকাতায় ‘ব্ল্যাকার্স’ সংস্থায় অমিতাভের কর্মজীবনেরRead More →










