নারায়ণড়ে গণনা কেন্দ্রের সামনে থেকে উদ্ধার আধপোড়া ব্যালট, বিতর্ক শুরু রাজনৈতিক মহলে
ভোট পেরিয়েছে। গণনাও শেষ। কিন্তু গণনা কেন্দ্রের সামনে থেকে উদ্ধার হলো আধপোড়া ব্যালট। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।নারায়ণগড়ের নেকুড়সেনি বিবেকানন্দ বিদ্যাভবনে ডিসিআরসি, স্ট্রং রুম ও গণনা কেন্দ্র করা হয়েছিল। তবে গণনা মিটে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর মিলল আধপোড়া, ছেঁড়া ব্যালট।ব্যালট পুড়িয়ে তথ্য লোপাটের চেষ্টা হয়েছে বলেRead More →