উত্তর প্রদেশ বিধানসভায় নামাজের জন্য আলাদা কক্ষের দাবি জানিয়ে বিতর্কে জড়ালেন সমাজবাদী বিধায়ক ইরফান সোলাঙ্কি, আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনের আগে মেরুকরণই কি একমাত্র হাতিয়ার এদের?

সামনের বছর উত্তর প্রদেশের নির্বাচনের আগেই জোর পাচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি। সমাজবাদী পার্টির বিধায়ক ইরফান সোলাঙ্কি এবার এক উদ্ভট দাবি তুললেন। তিনি মুসলমানদের জন্য উত্তর প্রদেশ বিধান সভায় আলাদা নামাজ কক্ষের পক্ষে সওয়াল করলেন।সোলাঙ্কি স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিতকে তাঁর এই দাবি পূরণের জন্য অনুরোধ করেন। “বিহার বিধানসভায় ও নামাজের জন্য আলাদাRead More →