তামিলনাড়ুতে রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১, জখম ১৫
2022-04-29
তামিলনাড়ুতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ১১ জন এবং এই আহত হয়েছে ১৫ জনের মতো। এক মন্দিরের শোভাযাত্রা বেরোনোর পরেই ঘটে দুর্ঘটনাটি। হাইটেনশন লাইনের সংস্পর্শে চলে আসে রথটি এবং নিমেষে রথে আগুন লেগে যায় ও ভক্তদের মর্মান্তিক পরিণতি হয়। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় কালিমেদু গ্রামে।Read More →