রহস্য, মিথ আর প্রাচীন ইতিহাসের গর্ভ থেকে বয়ে আসে নীলনদ। পশ্চিম থেকে আসা অতিথি মেঘের গায়ে লেগে থাকে সাহারা মরুভূমির বালিঝড়ের গন্ধ। মাস্তাবার পাথর সরিয়ে যুগান্তরের সীমানা দিয়ে হেঁটে আসেন খুফু, তুতানখামেন, দ্বিতীয় রামেসিস। চাঁদের আলোয় হঠাৎ জ্বলে ওঠে শতাব্দীপ্রাচীন ধুলো-হাওয়ায় ক্ষয়ে যাওয়া স্ফিংসের চোখ। স্বপ্নের ভিতর গড়ে ওঠে দেশ।Read More →