পাহাড়, মেঘ, পাইন গাছের সারি মেশানো উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স। পাকদণ্ডী পথ, চা-বাগান, পাহাড়ি বাঁক, পাইনের জঙ্গল আর ছবির মতো সুন্দর ছোটো ছোটো গ্রাম। তাকদা, তিনচুলে, লামাহাট্টা, সিলারিগাঁও, ইচ্ছেগাঁও, আরও কত কি। বাঙালি তথা সারা দেশবাসীর অন্যতম প্রিয় ডেস্টিনেশন। গ্রামগুলির মতন গ্রামের মানুষগুলোও সহজ, সরল, সুন্দর। পর্যটকরা সারা বছরের ক্লান্তি কাটাতে যান, কয়েকদিন থাকেন, অনাবিল শান্তি আরRead More →