তাঁর হাতেই দড়িতে ঝুলতে পারে নির্ভয়ার অপরাধীরা, আনন্দিত পবন জল্লাদ

পবন খুশি। কে পবন? পবন জল্লাদ,অভিজ্ঞ ফাঁসুড়ে। পবনের খুশির কারন? সম্ভবত নির্ভয়ার (Nirbhaya) জীবিত চার অপরাধীকে নিজের হাতে ফাঁসি দেবেন পবন। এ মাসের ২২ তারিখ পবনের হাতেই ফাঁসির দড়ি গলায় পরবে এই চারজন জঘন্য অপরাধী। হঠাৎ কোনও পরিবর্তন না হলে এখন পর্যন্ত এমনটাই ঠিক আছে। ফাঁসি নিয়ে পবন তাঁর মনেরRead More →