দেশীয় প্রযুক্তিতে তৈরি ১৫টি লাইট কমব্যাট হেলিকপ্টার কিনছে ভারত, ছাড়পত্র প্রধানমন্ত্রীর
2022-04-02
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে সবুজ সংকেত পেয়ে গেল লাইট কমব্যাট হেলিকপ্টার। এই ধরণের মোট ১৫টি হেলিকপ্টার কেনা হবে বলে জানা গেছে। সবথেকে বড়ো ব্যাপার হল, এই হেলিকপ্টারগুলি দেশীয় প্রযুক্তিতে তৈরি। যা ইতিমধ্যে, বেশ বড়ো ধরণের খবর। জানা গেছে, এই লাইট কমব্যাট হেলিকপ্টারগুলি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কাছ থেকে কিনতে চলেছে ভারতRead More →