আজি দোল-ফাগুনের দোল লেগেছেআমের বউলে দোলন-চাঁপায়।মৌমাছিরা পলাশ ফুলের গেলাস ভরেযউ পিয়ে যায়।শ্যামল পাতার কোলে কোলেআবির-রাঙা কুসুম দোলে,দোয়েল শ্যামা লহর তোলেকৃষ্ণচূড়ার ফুলেল শাখায়৷বন-গোপিনী ফুল ছুঁড়েওই খেলে হোরি দখিন-বায়েহলদে পাখি দোদুল দুলেসোনাল শাখায় আদুল গায়ে।ভাঁট-ফুলের এ নাট-দেউলেরঙিন প্রজাপতির দুলে,মন ছুটে যায় দূর গোকুলেবৃন্দাবনে প্রেম-যমুনায়৷ বেলুড়ের চন্নকেশব মন্দির গাত্রে সূক্ষ্মভাবে খোদিত নৃত্যবাদনরতা অপূর্বRead More →