পুজো প্রায় চলেই এল। বৃষ্টি নিয়ে অশনি সঙ্কেত শোনাল আলিপুর হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয়, পুজোতেও ভালো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে এবার পুজোতে সঙ্গে অবশ্যই ছাতা রাখাটা প্রয়োজন বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে শেষবেলায় পরিস্থিতি বদলায় কি না সেদিকেও নজর রাখছেন আবহাওয়াবিদরা।
আজ সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মাঝে মধ্যেই বৃষ্টি চলছে। কখনও ভারী তো আবার কখনও হালকা বৃষ্টি চলেই যাচ্ছে। এই অবস্থায় আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকেই পরিস্থিতির বদল হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মতো, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিহার ও ঝাড়খণ্ডে লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে। তবে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। এবছর দেরিতে বর্ষা নেমেছে। বিদায়ও দেরিতে। তাই পুজোতেও বৃষ্টির আশঙ্কাটা থেকেই যাচ্ছে।