RICE, কলকাতার বৃহত্তম কোচিং সেন্টার l তাঁকে বিজ্ঞাপন দিতে হচ্ছে আমরা দিল্লী থেকে মাস্টারমশাই আনছি l আর যেটা লেখা নেই তা হল, এটা প্রেসিডেন্সি কলেজের ডঃ অমল মুখোপাধ্যায়ের কোচিং সেন্টার না l কিংবা সুরজিৎ কর পুরকায়েতের (ইনি IIT ইঞ্জিনিয়ার হলেও অনুপ্রেরণায় আজ অনুব্রতর মত একজন জীব মাত্র ) কোচিং সেন্টার না l শিক্ষকরা বাঙালী নয় l আপনারা আসুন l
একই ধরনের কিছু বিজ্ঞাপন বেসরকারি হাসপাতালেরও দেখা যায় l যেমন, আমতা নিমহান্স বা চেন্নাই থেকে ডাক্তার এনেছি l টিভিতে লেকচার দিতে আসা ডাক্তাররা যদি আপনাকে অপারেশন করতে বলে, আপনি তক্ষুনি চেন্নাইতে দ্বিতীয় মতামত নেবার জন্য যান l কারণ আপনি জানেন আপনার WBJEE পাওয়া এবং অসংরাক্ষিত আসনে সুযোগ পাওয়া ডাক্তার হয় অপদার্থ, নয় অসৎ l
ব্রেন ছাড়া একটা জাত কিন্তু বাঁচতে পারে না l আর সেই জন্যই ভিখারি মুনি ঋষিদের আমাদের দেশ সম্মান করতো হাজার হাজার বছর l ১৯৬৬ থেকে সেরারা রাজ্য ছাড়ছে l অশোক মিত্র /অসীম দাশগুপ্তদের মনে হয়েছিল হয়ত যে সেরারা চলে গেলে, তাঁদের সন্তানরা সুযোগ পাবেন l কিন্তু সমস্যাটা কিন্তু আজ অনেক গভীরে l আমরা নিজেরাই মুখে যতই বলি বাঙালী সবচেয়ে বুদ্ধিমান জাত, আমরা জানি আমরা শূন্য l
সুদীপ্ত গুহ