মুম্বাই এবং দুর্গাপুরের মধ্যে বিমান পরিষেবা চালু হচ্ছে উড়ান প্রকল্পের অধীনে

স্পাইসজেট এয়ারলাইন্স ঘোষণা করেছে যে তারা ২৫শে জুন থেকে নতুন দুটি বিমান চালু করবে যা মুম্বাইয়ে এবং দুর্গাপুরের মধ্যে সংযোগ স্থাপন করবে বলে বিজনেস স্ট্যান্ডার্ড এর রিপোর্টে বলা হয়েছে।

ঊড়ে দেশ কা আম নাগরিক বা উড়ান-৩ (Ude Desh ka Aam Naagrik (UDAN) III)এর অধীনে বিশেষ ফ্লাইট অধিকার প্রদান করার পর দুর্গাপুর-মুম্বাই-দুর্গাপুর রুটের আকাশ পথে ভ্রমণের জন্য বিমান সংস্থাটি কম খরচের একমাত্র বিকল্প হবে বলে মনে করা হচ্ছে। এয়ারলাইনসত টি ফ্লাইটের জন্য বোয়িং ৭৩৭ ব্যবহার করবে।

দুর্গাপুরের  অণ্ডালের কাছে এই কাজী নজরুল ইসলাম বিমানবন্দরটি ভারতের প্রথম বেসরকারি গ্রীনফিল্ড বিমানবন্দর দুর্গাপুর ও আনাসোল উভয় শহরকেই বিমানবন্দরটি পরিষেবা দেবে। স্পাইসজেট বর্তমানে উড়ান প্রকল্পের অধীনে প্রতিদিন ৩৫ টি বিমান পরিষেবা দিচ্ছে।

এয়ারলাইন্সের একটি বিবৃতিতে বলা হয়েছে, “আঞ্চলিক সংযোগ পরিকল্পনার অধীনে  দুর্গাপুর  বাহক সংস্থাটির ১৩ তম গন্তব্য হিসাবে নির্ধারিত হয়েছে।” সংস্থাটি চলতি গ্রীষ্মকালীন সময়সূচিতে চেন্নাই-দুর্গাপুর-চেন্নাই উড়ান চালু করবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.