আত্মহত্যার প্ররোচনার দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের তৃণমূল নেতা অভিনিবেশ রায়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন মৃত যুবতীর বাবা গজানন সূত্রধর। জানা গেছে, অভিযোগ দায়ের হওয়ার ২৮ ঘন্টা পরে অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করে।
সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে, মৃতার নাম সোহিনী সূত্রধর। তাঁর বাবা চলতি মাসের ৮ তারিখে স্থানীয় থানায় দুবরাজপুরের হেতোমপুরের তৃণমূলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করে। সেই লিখিত মামলার ভিত্তিতেই পুলিশ অভিনিবেশকে এক গোপন জায়গা থেকে গ্রেফতার করে। অভিযোগ, তৃণমূলের আইটি সেলের সক্রিয় কর্মী সোহিনী সূত্রধর ও উক্ত তৃণমূল নেতা একে অপরের সঙ্গে প্রণয় বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু, অভিনিবেশ তাঁকে বিয়ে করতে চাননি।
মৃত সোহিনী সূত্রধরের বাবা গজানন সূত্রধর বলেন, “দুপুরে মেয়ে দুপুরে দোতলায় নিজের ঘরে ঘুমাচ্ছিল। তখন তাঁর এক বন্ধু আসে। আমি তাঁকে বলি মেয়ে ঘুমোচ্ছে। কিন্তু বন্ধুটি দেখা করার জন্য বারবার জোর করতে থাকে। তখন ওর ঘরে গিয়ে ডাকাডাকি করতে থাকি। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। কিছুক্ষণ পর দরজা ভেঙে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। দুবরাজপুর হাসপাতালে নিয়ে গেলে ওকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা”।