নদীয়ার এক স্কুলে আশ্চর্যজনক পদক্ষেপের জেরে বিতর্কের মুখে স্কুলের প্রধান শিক্ষক। সাধারণত, স্কুলের স্কুলের বইয়ের তালিকায় কোনো মনিষীরই ছবি থাকে। তবে, এবার, নদীয়ার এক স্কুলের স্কুলের বইয়ের তালিকায় পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।
বিতর্কের সূত্রপাত নদিয়ার হোগলবেড়িয়া থানার হোগলবেড়িয়া আদর্শ শিক্ষা নিকেতনকে কেন্দ্র করে। খবর প্রকাশ্যে আসতেই উক্ত স্কুলের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাসের দাবি, “আমি মুখ্যমন্ত্রীর অন্ধ ভক্ত। রাজ্যের উন্নয়নের কাণ্ডারী মুখ্যমন্ত্রী। রবীন্দ্র-নজরুলের চেয়ে তিঁনি কোনও অংশে কম নন”।
তাঁর এই কাজ ‘অপরাধ’ নয় দাবি করে তাঁর আরও সংযোজন, “আমাদের মুখ্যমন্ত্রী একজন রাষ্ট্রনায়ক। সেই হিসেবে স্কুলের বুক লিস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপানো কোনও অপরাধ নয়। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওঁর ছবি দেওয়া খাতা তো আমরা স্কুলে পড়ুয়াদের মধ্যে বিলি করছি। তাহলে বুক লিস্টে তাঁর ছবি থাকলে আপত্তি কোথায়? ”