করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা

রাজ্যে বাড়তে থাকা করোনা (Corona)পরিস্থিতিকে নিয়ন্ত্রনে আনতে আংশিক লকডাউনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিলো রাজ্য প্রশাসন (West Bengal Government)। এর ফলে আংশিক সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বাজার। পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে হোটেল, রেস্তোরাঁ , শপিং মল, বিউটি পার্লার, স্পা, সেলুন ইত্যাদি। শুক্রবার সন্ধে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল সিনেমাহল, রেস্তরাঁ। বেঁধে দেওয়া হল বাজারে সময়সীমাও। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ করতে পারে রাজ্য। এমনটাই রাজ্য প্রশাসনের তরফে জানা গেছে। নির্বাচনের জন্য রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়ার ভার ছিল না। তাই নির্বাচন মিটতেই রাজ্য প্রশাসন আংশিক লকডাউন ঘোষণা করল নবান্ন (Nabanna)।

সিনেমা হল, রেস্তরাঁ ছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে শপিং মল, বার, স্পা, বিউটি পার্লার, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ও জিম। রাজনৈতিক জমায়েত (Political Meeting), মিছিল, সামাজিক, সাংস্কৃতিক, বা পড়াশোনার সংক্রান্ত কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না, যেখানে প্রচুর মানুষের সমাবেশ হওয়ার সম্ভাবনা থাকে। বেঁধে দেওয়া হয়েছে বাজারের সময়সীমা। সকালে ৭টা থেকে ১০ টা ও বিকেলে ৩ টে থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তবে ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে। তাই আপাতত খোলা থাকবে মুদি দোকান। ভোটের ফল প্রকাশের দিন গণনাকেন্দ্রে (Counting Centre) জমায়েত করা যাবে না, বিজয় মিছিল করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল কমিশন (Election Commission of India)। সেই নির্দেশ জারি রাখল রাজ্য প্রশাসন।

এই নিয়ম ভাঙলে আইনি পদক্ষেপের কথাও বলা হয়েছে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায়। নির্দেশিকায় বলা যায়, করোনাকে রুখতে কার্যত আংশিক লকডাউনের পথেই হাটল রাজ্য। পরবর্তীতে আরও একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির আশঙ্কা করা হচ্ছে। জারি হতে পারে সম্পূর্ণ লকডাউন (Lockdown)।

এর আগেই করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে দক্ষিণ দমদমের বাজারগুলি সপ্তাহে তিনদিন অর্থাৎ সোম, বুধ, শুক্রবার করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানকার পুরসভার উদ্যোগে । এখন দেশের পাশাপাশি রাজ্যেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। প্রতিদিন কয়েকহাজার মানুষের শরীর আক্রান্ত করছে করোনা ভাইরাস। একজন আক্রান্তের থেকে সংক্রমিত হচ্ছেন একাধিক মানুষ। সেই কারণেই এবার কঠোর পদক্ষেপ নীল রাজ্য প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.