বিজেপি করার অপরাধে দুই পরিবারকে একঘরে করার নিদান! এমনই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। গ্রামের সর্বত্র বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে দুই পরিবারের নাম, পরিচয় জানানো হয়েছে। সঙ্গে হুঁশিয়ারিও, তাদের সঙ্গে যারা মেলামেশা করবে তাদের জন্যও একই ফতোয়া জারি করা হবে।
রঙ্গিবসান গ্রামে রবিবার সকালে একটি বিজ্ঞপ্তি দেখা যায়। তাতে গ্রামের শীতলা পুজোর ভোগ বিতরণের কথা বলা হয়েছে। কিন্তু তারপরই দুই পরিবারের কথা উল্লেখ করে নিদান দেওয়া হয়েছে। তাতে সাফ লেখা, গুরুপদ বাড়ুই ও স্বরূপ ঘোড়াইয়ের পরিবারকে পাড়া থেকে একঘরে করে রাখা হয়েছে। মন্দিরে পুজো দেওয়া, প্রসাদ নেওয়া – এসবও নিষিদ্ধ। অন্য কোনও পরিবার যদি তাঁদের সেই কাজে সাহায্য করে তাহলে মোটা অঙ্কের জরিমানা ও একঘরে করে দেওয়া হবে। গ্রামের সর্বত্রই লাগানো হয় এই পোস্টার। পল্লি কমিটিই ওই কাজ করেছে বলে জানা যাচ্ছে।
স্বরূপ ঘোড়ইয়ের বক্তব্য, আজ নয়, গত ৮ বছর ধরেই তাঁরা এমন একঘরে। তিনি বিজেপির সমর্থক, তাই তাঁর উপর এমন নিদান বলে মনে করছেন তিনি। যাঁরা এমন করেছে অর্থাৎ পল্লি কমিটির সদস্য, তাঁরা সকলেই নাকি তৃণমূলের সমর্থক। শুধু তাই নয়, জোর করে স্বরূপবাবুর চাষের জমিও গ্রাম কমিটি কেড়ে নিয়েছে বলে অভিযোগ।