রাতারাতি কৃষি আইন আসেনি, ২০-২৫ বছর ধরে চলছিল আলোচনা: মোদী

মধ্যপ্রদেশে কৃষি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন কৃষি আইন ঘিরে বিরোধীদের আন্দোলনকে তীব্র কটাক্ষ করে মোদী বিপক্ষের দলগুলিকে পুরোনো প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। নিজের ভাষণে মোদী বলেন, যে কাজ ২৫ বছর আগে করা উচিত ছিল তা আজ করতে হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, কৃষকদের যে দাবিগুলিকে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল, তা মেনে নেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষকদের জন্য যে নতুন আইন তৈরি হয়েছে, তা রাতারাতি আসেনি। গত দুই দশক ধরে কেন্দ্র, রাজ্য সরকার এবং সংস্থাগুলি এনিয়ে আলোচনা চালাচ্ছিল।

প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, বিরোধীরা তাঁদের ইস্তেহারে এই সংস্কারের পক্ষে কথা বলতেন, কিন্তু কখনও এটি প্রয়োগ করেনি। ওই দলগুলোর পুরোনো ইস্তেহার যদি দেখা যায় তবে দেখা যাবে নতুন কৃষি আইনে একই কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যেহেতু মোদী একাজ করে দিয়েছে, তাই বিরোধীদের এত সমস্যা।

বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “আমাকে কৃতিত্ব দিতে হবে না, আপনাদের পুরোনো নির্বাচনী প্রতিশ্রুতিকে কৃতিত্ব দিই।” তিনি বলেন, “আমি কৃষকদের মঙ্গল কামনা করছি, আপনারা কৃষকদের বিভ্রান্ত করা বন্ধ করুন। প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের কাঁধে বন্দুক রেখে কাজ হাসিল করার চেষ্টা হচ্ছে।

উল্লেখ্য, নয়া কৃষি আইন নিয়ে ঘরে-বাইরে প্রবল চাপে কেন্দ্রীয় সরকার। একদিকে, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। আইন বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কৃষক সংগঠনের।

অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের লক্ষ লক্ষ কৃষকরাও রয়েছেন, যারা এই বিক্ষোভে যোগ দেননি। তাঁরা এই বিলকে সমর্থন করেছেন। আন্তর্জাতিক ভাবেও দেশের কৃষকদের এই আন্দোলন সমর্থন পেয়েছে। ফলে কিছুটা চাপে মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.