দিদিমণি যতদিন রাজনীতিতে থাকবেন ততদিন কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি : শুভেন্দু অধিকারী

ভবানীপুরের উপনির্বাচনের লড়াইটা নির্বাচন পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের মর্যাদার লড়াই। ভবানীপুরের শিক্ষিত মানুষকে ঠিক করতে হবে কাকে ভোট দেবেন। আজ তমলুকের নিমতৌড়িতে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই কথাগুলি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবেন, যতদিন রাজনীতিতে থাকবেন ততদিন তার কানের কাছে বাজবে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরেছি।

অনুষ্ঠান মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকেও একহাত নিয়েছেন। আজ অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেছেন, কিছু তৃণমূলের পা-চাটা সংবাদ মাধ্যম করোনা পরিস্থিতিতে লাশের খবর দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, ভয় দেখিয়েছে। ফলে মানুষ ভীতসন্ত্রত হয়ে ভোট দিতে যায়নি গত বিধানসভা নির্বাচনে। এবারের ভবানীপুরের উপনির্বাচনে মানুষকে তাই তিনি নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি আরও বলেছেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প শুরু থেকে মুখ থুবড়ে পড়েছে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের স্ট্যাম্প মেরে নাম কুড়াতে চাইছেন তৃণমূল সরকার। আমরা তা হতে দেব না। শক্ত হাতে এর প্রতিরোধ করব।

তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে স্বেচ্ছা রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলের নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এছাড়াও জেলা নেতৃত্ব সহ দলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। আজকের এই স্বেচ্ছা রক্তদান শিবিরে প্রায় ১০০০ জনের রক্ত দানের ব্যবস্থা ছিল। এছাড়াও এই শিবিরে চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল। বহু বিশিষ্ট চিকিৎসক এই শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করেন।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8743107112916400&output=html&h=60&slotname=3077344198&adk=3437611871&adf=2054812040&pi=t.ma~as.3077344198&w=468&lmt=1631429292&psa=1&format=468×60&url=https%3A%2F%2Fwww.amaderbharat.com%2Fplay-on-mamatas-eair-name-of-subhendu%2F&flash=0&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiOTMuMC40NTc3LjYzIixbXSxudWxsLG51bGwsIjY0Il0.&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hdHRlc3RhdGlvbi5hbmRyb2lkLmNvbSIsInN0YXRlIjo3fV0.&dt=1631429291886&bpp=16&bdt=227&idt=133&shv=r20210908&mjsv=m202109080101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db4e25015799bc5d6-225010f81fc400e7%3AT%3D1602860389%3ART%3D1602860389%3AS%3DALNI_MYm2h9wivv3LPgXyt5IsMSdgBLQdg&prev_fmts=728×90%2C468x60&correlator=6073145784041&frm=20&pv=1&ga_vid=124346664.1594448027&ga_sid=1631429292&ga_hid=558406709&ga_fc=0&u_tz=-420&u_his=2&u_java=0&u_h=864&u_w=1536&u_ah=824&u_aw=1536&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=340&ady=2560&biw=1519&bih=664&scr_x=0&scr_y=0&eid=44747620%2C31062491%2C21067496%2C31062297&oid=3&pvsid=2021583322890021&pem=202&ref=https%3A%2F%2Fwww.amaderbharat.com%2F&eae=0&fc=640&brdim=0%2C0%2C0%2C0%2C1536%2C0%2C1536%2C824%2C1536%2C664&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&ifi=3&uci=a!3&btvi=2&fsb=1&xpc=4YuyoQKCn3&p=https%3A//www.amaderbharat.com&dtd=136

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.