দক্ষিণে অমিত শাহ-মমতা, সাগরের জেলায় আজ রাজনীতির মন্থন

একই জেলায় আগের দিন, পরের দিন কর্মসূচি হয়েছে। বোলপুরে অমিত শাহের রোড শোয়ের পরের দিনই পদযাত্রা করেছিলেন দিদি। কিন্তু বৃহস্পতিবার একই দিনে একই জেলায় রাজনৈতিক কর্মসূচিতে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। থাকছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অমিত শাহের সভায় থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারীরাও।

কোনও ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতর দেয়নি ঠিকই তবে আজ রাজনৈতিক তর্জায় সাগরের জেলা উথালপাতাল হতে পারে বলে মনে করা হচ্ছে।

বুধবার গভীর রাতে কলকাতায় পৌঁছন অমিত শাহ। এদিন দুপুরে তিনি সাগরে যাবেন কপিল মুনির আশ্রমে পুজো দিতে। তারপর নামখানায় পরিবর্তন যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই কর্মসূচির পর তিনি নামখানার এক মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারবেন। নামখানা থেকে হেলিকপ্টারে করে কাকদ্বীপ যাবেন অমিত শাহ। সেখানে বিজেপির সমাবেশে বক্তৃতা করার কথা তাঁর।

অন্যদিকে অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত পৈলানে কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী। প্রথমে এই কর্মসূচি ছিল নেতাজি ইনডোরে পরে তার স্থান বদল করা হয়। দক্ষিণ ২৪ পরগনায় ৩১টি আসন রয়েছে। লোকসভা ভোট দেখলে এই জেলাই তৃণমূলের সবচেয়ে উর্বর। সবকটি আসনে লিড রয়েছে শাসকদলের।

একুশের আগে সেই গড় ধরে রাখতে যেমন মমতা মরিয়া, তেমন বিজেপিও চাইছে থাবা বসাতে। ইতিমধ্যেই দলবদল শুরু হয়েছে। খোদ ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার বিজেপিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতেই আজ দক্ষিণের মাটিতে সেয়ানে সেয়ানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.