কলকাতার পর গ্রামের ব্লকে ব্লকে ‘ওয়ার রুম’ খুলছে বিজেপি

হাওড়া : হাতে আর মাত্র কয়েকটা মাস। তারপরই একুশের মহারণ। তাই শেষ মুহুর্তে ঘরগোছাতে ব্যস্ত সব রাজনৈতিক দল। রাজ্যজুড়ে চলছে দলবদলের পালা। এরই মাঝে বুথস্তরের সংগঠনকে আর মজবুত করতে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কালীনগরে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করল বিজেপি।

শুক্রবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা বিজেপির ৪ নং মন্ডলের উদ্যোগে কালীনগর এলাকায় এই নতুন কার্যালয়টির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি যুব মোর্চার সম্পাদিকা রিমঝিম মিত্র ও পামেলা গোস্বামী। এছাড়াও, উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভানেত্রী পাপিয়া মন্ডল, বিজেপি নেতা মোহন রানা সহ অন্যান্যরা। এদিন দলীয় কার্যালয়ের সূচনা করার পাশাপাশি কালীনগর এলাকার একটি চায়ের দোকানে স্থানীয় মানুষের সাথে ‘চা পে চর্চা’য় মেতে ওঠেন রিমঝিম মিত্র ও পামেলা গোস্বামী। এর পাশাপাশি, ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে স্থানীয় বাড়িতে গিয়ে মানুষের সাথে কথা বলেন উপস্থিত নেতৃবৃন্দ।

সম্প্রতি দুদিনের রাজ্য সফরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ওইদিন তিনি হেস্টিংসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়টি তৈরি করা হয়েছে দুই নম্বর সেন্ট জর্জেস গেট রোডে, হেস্টিংসে। এই কার্যালয়টি তৈরি হয়েছে পুরোপুরি ২০২১-এর নির্বাচনের দিকে লক্ষ্য রেখে।

এই কার্যালয়ে আইটি সেল, কলসেন্টার ছাড়াও হেলিকপ্টার এবং গাড়ি মনিটরিং সেন্টারও রয়েছে সেখানে। ভোটের প্রচারে নেতারা এলে তাঁদের হেলিকপ্টার এবং গাড়ি কখন কোথায় যাচ্ছে, তা নজরদারি করা হবে এই কার্যালয় থেকে। বিজেপির এই কার্যালয় তৈরি করা হয়েছে একেবারে কর্পোরেট অফিসের ধাঁচে। এই কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে।

সেন্ট জর্জেস গেট রোডের এই বহুতলের আটতলায় বিজেপি নেতাদের বিশ্রামের বন্দোবস্তও করা হয়েছে। এছাড়াও সাত তলায় সাধারণ সম্পাদকের অফিস করা হয়েছে। ছয়তলায় রয়েছে কল সেন্টার, চারতলায় করা হয়েছে আইটিসেলের অফিস। সাত ও আটতলায় রয়েছে প্রায় ৬৫০ বর্গফুট জায়গা। ইতিমধ্যেই বিজেপির কলসেন্টার এবং আইটি সেল মিলিয়ে কয়েকশো ছেলে মেয়ে কাজ করছেন। ২০২১-এর নির্বাচন বিজেপির কাছে লড়াই বটে। সেই লড়াই পরিচালনা করতেই বড় ধরণের প্রস্তুতি আগেই নিয়ে ফেলল বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.