রাজাবাজারের মোমিন হাইস্কুলের বন্ধ গেটের সামনে মোটরবাইকের উপর বসেছিলেন রিয়াজ (নাম পরিবর্তিত)৷ রোদ পড়ে এসেছে৷ আঙ্গুল দিয়ে স্কুলের ভিতরে দেখালেন রিয়াজ৷ ‘‘দাদা, বাইরে থেকে কিচ্ছু বুঝতে পারবেন না৷ ভিতরে সিআরপিএফ আছে৷ সন্ধ্যাবেলা মার্চ করে৷’’ ইতিমধ্যেই স্কুলের গেট থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এক জাওয়ান বেরিয়ে এসেছেন৷

স্কুলের বাইরে ভিড় তার পছন্দ নয়৷ অগত্যা রিয়াজ এবং তার বন্ধুরা পা স্কুলের সামনে থেকে অন্যত্র পা বাড়ালেন৷ রাজাবাজারের মোমিন হাইস্কুল খন্ডচিত্রের একটি অংশ মাত্র৷ কলকাতার সব বুথই এখন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের দখলে৷ ইভিএম, ভিভিপ্যাট, ভোট চেম্বার তৈরি করার বোর্ড হাতে ধীর পায়ে বুথের ভিতর পৌছাচ্ছেন ভোটকর্মীরা৷

নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছে, শেষ দফার ৯টি আসনের ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ১৭০৫৮টি বুথে৷ থাকছে ৪৬১ টি কুইক রেসপন্স টিম বা কিউআরটি৷ এই বাহিনীর বিশেষত্ব হল, ৫-৭ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে কাজ শুরু করবে৷ কিউআরটি-কে রাস্তা চিনিয়ে নিয়ে যাবেন স্থানীয় থানার একজন কমস্টেবল৷ শহরে কলকাতা পুলিশের নিজস্ব কুইক রেসপন্স টিম বা কিউআরটি থাকবে৷ তাকবে ফ্লাইং স্কোয়াডও৷ কলকাতার রাস্তায় শুক্রবার থেকেই নাকা চেকিং চলছে৷ বেআইনি অর্থের লেনদেন রুখতে তৎপর হয়ে পুলিশ৷

কলকাতায় বিভিন্ন দোকানপাট ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে৷ শনিবার যারা খোলা রেখেছন তারাও সন্ধ্যার মধ্যেই দোকান বন্ধ করে দেবে৷ অন্তত এমনটাই নির্দেশ দিয়েছে পুলিশ৷ অলাকায় বহিরাগতদের প্রবেশ রুখতে পুলিশ শহরের হোটেলগুলিতে লাগাতার তল্লাশি চালাতে শুরু করেছে৷ কে, কেন কলকাতায় হোটেল ভাড়া নিয়েছেন তা খোঁজখবর করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, অনেকেই কলকাতার বাসিন্দা হয়েও হোটেল ভাড়া নিয়েছেন৷ কেন তাদের হোটেল ভাড়া নিতে হল সেই কারণ খুঁজে দেখার চেষ্টা করছে পুলিশ৷ শনিবার সন্ধ্যার পর থেকেই শহরে ফের ব্যাপক তল্লাশি শুরু হতে পারে৷ কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত হওয়া চলবে না৷ শহরের দাগী আসামী গ্রেফতার করেছে পুলিশ৷

নির্বাচন কমিশন রাজ্য ও কলকাতা পুলিশকে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছে৷ কোন কোন এলাকায় উত্তেজনার আশঙ্কা করছে কমিশন? কমিশন এবং পুলিশ সূত্রে খবর, কাশীপুর, এল্টালি, রাজাবাজার, বন্দর, ভাঙর, বারুইপুর, বসিরহাট, বজবজ, মহেশতলাতে সতর্ক থাকবে বাহিনী৷ জয়নগর, ক্যানিং এবং গোসাবাও নজরে থাকবে৷

দেবময় ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.