রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য টালা ব্রিজে ভারী যান চলাচল বন্ধ থাকবে। ঘোষণা করল নবান্ন। শুধুমাত্র ছোটো গাড়ি চলবে বলে জানিয়ে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। নবান্ন সূত্রে খবর, ৩ টনের বেশি ওজনের গাড়ির উপর নিষেধাজ্ঞা চালু হচ্ছে। উল্লেখ্য, টালা ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানে ব্রিজ ভেঙে মেরামতি হবে কি না তা নিয়ে আলোচনা হয়।
পুজোর আগেই বিপর্যস্ত সেতুটির মেরামতি যাতে করা হয় সেই কারণেই আজকের তড়িঘড়ি বৈঠক। ইতিমধ্যে সেই মতো কাজও শুরু হয়েছে। প্রথমত, পাথর, গ্যাস ও কেবিল সরানো কাজ চলছে। বিশেষজ্ঞেরা জানিয়ে ছিলেন, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্রিজের দুই ধারের। সে কথা মাথায় রেখে সেতুর দুই ধারের ভার কমিয়ে ব্রিজের মাঝখান দিয়ে যান চলাচল করানোর ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি রাস্তার দু’দিক দিয়ে ৪ ফুট করে মোট ৮ ফুট অংশ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হবে। এরপর কেবলমাত্র মাঝখান দিয়েই চলাচল করবে গাড়ি।
ভারী যান চলাচলের বন্ধের নির্দেশের পরেই টালা ব্রিজে আটকে দেওয়া হয়েছে লরি চলাচল। তবে বাস এবং ছোট গাড়ি এখনও চলছে। এদিকে রাজ্য প্রশাসন মনে করছে, পুজোর মুখে গুরুত্বপূর্ণ এই সেতুটি বন্ধ করে দিলে বিস্তর সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের। তীব্র যানজটের আশঙ্কাও রয়েছে। অন্যদিকে সেতুর যে অবস্থা তাতে করে ইতিমধ্যে মেরামতি না করলে যেকোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই পুজোর আগে বিপর্যস্ত সেতুটির ভার কমাতে তৎপর প্রশাসন।